বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে হংকং পুলিশের ব্যবহৃত জলকামান দিয়ে শহরের গুরুত্বপূর্ণ একটি মসজিদের প্রবেশপথ ও সিঁড়ি রঙিন জল সয়লাব করে দেওয়ার ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন প্রধান নির্বাহী ক্যারি লাম। জাপানের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে প্রধান নির্বাহী লাম মসজিদটি পরিদর্শন করেছেন। জাপানের সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে টোকিও গিয়েছেন লাম। এর আগের রাতে গণতন্ত্রপন্থিদের প্রতিবাদকে কেন্দ্র করে হংকংয়ে সহিংসতার ঘটনা ঘটে। ওই সহিংসতা চলাকালে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের জটলার ওপর রঙিন জল ছিটিয়ে দেয়। এরই এক পর্যায়ে একটি জলকামান হংকংয়ের প্রধান মসজিদ কাউলুন মসজিদের সামনের গেট ও সিঁড়ি রঙিন জলে ভাসিয়ে দেয়। সেখানে তখন সাংবাদিকসহ বেশকিছু লোক জড়ো হয়েছিল। মুসুলিস্নরা নামাজ পড়তে আসার সময়ও সামনের রাস্তায় নীল রঙ লেগে ছিল। কাউলুন উপদ্বীপের অন্য এলাকাগুলোতে বিক্ষোভকারীরা দোকানপাটে আগুন দেয় ও রাস্তায় গ্রাফিতি এঁকে রাখে, পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাবশত মসজিদটিতে জল ছিটানো হয়েছে এবং তারা 'ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল এবং প্রার্থনার সব স্থান সুরক্ষার চেষ্টা অব্যাহত রাখবে'।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct