আপনজন ডেস্ক: কী অসাধারণ ক্যারিয়ার! অথচ ভারতের হয়ে রোহিত শর্মারই কোনো বিশ্বকাপ ট্রফি নেই। কি ওয়ানডে, কি টি–টোয়েন্টি, বিশ্বকাপটা কিছুতেই ছুঁয়ে দেখা হচ্ছে না তাঁর। ভারতের অধিনায়ক হিসেবে আরব আমিরাতে ২০২১ সালে টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেই যেতে পারেননি। অস্ট্রেলিয়ায় ২০২২ সালে সেমিফাইনালে গিয়েও পারেননি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও একই অবস্থা। ভারত একটি ম্যাচেই হারল, সেটি ফাইনাল। পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ মনে করেন, এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ যদি কারও সত্যিকারের প্রাপ্য হয়, সেটি রোহিত শর্মার।
সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে অসাধারণ এক ইনিংস খেলেছেন রোহিত। ৪১ বলে ৯২ রানের ইনিংসটি হাফিজের খুব মনে ধরেছে। ৭টি বাউন্ডারি ও ৮টি ছক্কায় সাজানো ইনিংসটিকে হাফিজ তাঁর দেখা কোনো অধিনায়কের অন্যতম সেরা ইনিংসের স্বীকৃতি দিয়েছেন, ‘ওটা পুরোপুরি রোহিত শো ছিল। আমরা কোনো অধিনায়কের কাছ থেকে অন্যতম সেরা ইনিংস দেখলাম। অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার যে ব্যাপারটি, সেটি পুরোপুরিই ছিল এই ইনিংসে। রোহিতের সামর্থ্য নিয়ে কারও কোনো সন্দেহ থাকারই কথা নয়। সে একটা জিনিসই পরিবর্তন করেছে তাঁর ব্যাটিংয়ে, সেটি হচ্ছে সে ব্যাটিংটা করে স্বার্থহীনভাবে। ম্যাচে যেভাবে সে সম্পৃক্ত থাকে, সেটি দুর্দান্ত। সে ক্রিকেটের অন্যতম গ্রেট।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct