আপনজন ডেস্ক: নিট সহ বেশ কয়েকটি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে তীব্র বিতর্ক চলছে। তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে প্রশ্নপত্র ফাঁস এবং বিভিন্ন রাজ্যে সরকারি চাকরির জন্য নিয়োগের জন্য টাকা নেওয়ার কথা স্বীকার করলেন উত্তরপ্রদেশে বিজেপির জোটসঙ্গী সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির (এসবিএসপি) বিধায়ক বেদী রাম। বেদী রামকে ভিডিওতে বলতে শোনা গিয়েছে, অনেকে টাকা দিয়ে তার মাধ্যমে চাকরি পেয়েছেন।
উত্তরপ্রদেশের গাজিপুর জেলার জাখানিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামও ভিডিওতে দাবি করেছেন, তার অনেক রাজ্যে যোগাযোগ রয়েছে এবং তিনি ছোটখাটো মামলা নেন না (চাকরির জন্য) এবং বিপুল সংখ্যক লোকের সাথে জড়িত কেবল বড় মামলা গ্রহণ করেন।
এসবিএসপি সভাপতি তথা উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের ঘনিষ্ঠ বলে পরিচিত এই সাংসদকে অন্য এক ব্যক্তির সঙ্গে সরকারি চাকরি দেওয়ার জন্য টাকা দেওয়ার বিষয়ে আলোচনা করতেও শোনা যায়।
সূত্রের খবর, বিধায়ককে টাকা দিয়েও সরকারি চাকরি না পেয়ে ওই ভিডিও তৈরি করে রামের কাছে গিয়ে টাকা ফেরত চাইতে বলে এক যুবক।
এসবিএসপি নেতা অরুণ রাজভরের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া না গেলেও এসবিএসপি নেতা অরুণ রাজভর জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং যে কেউ দোষী সাব্যস্ত হলে তাঁকে শাস্তি দেওয়া হবে।
ঘটনাচক্রে, ২০১৪ সালে রেলের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বেদী রামকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছিল। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। বিরোধীরা বিধায়কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এবং অভিযোগ করেছে বিজেপির সঙ্গে রামের ভাল সংযোগ রয়েছে। ‘এক্স’-এ কংগ্রেসের একটি পোস্টে লেখা হয়েছে, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করার পরেও কেন বেদী রাম এখনও এনডিএ-তে রয়েছেন?
উত্তরপ্রদেশের বিজেপি নেতারা এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি যেহেতু এটি তদন্ত করা হচ্ছে। রাজ্য বিজেপির এক শীর্ষ নেতার কথায়, দোষী যেই হোক না কেন, শাস্তি পেতেই হবে। অন্যদিকে, নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে বৃহস্পতিবার পাটনা থেকে দু’জনকে গ্রেফতার করে সিবিআই। অভিযোগ, মণীশ কুমার ও আশুতোষ কুমার পরীক্ষার আগে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার পরীক্ষার্থীদের নিরাপদে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন, যেখানে তাদের ফাঁস হওয়া প্রশ্নপত্র এবং উত্তরপত্র দেওয়া হয়েছিল।
দু’জনকেই পাটনার বিশেষ আদালতে তোলা হলে বিচারক তাঁদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠান। সিবিআই এখন তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ড চাইবে।
নিট-ইউজি দুর্নীতি মামলায় তদন্তকারী সিবিআইয়ের একটি দল বৃহস্পতিবার তিন প্রার্থীর বয়ান রেকর্ড করেছে, যারা গুজরাটের গোধরার কাছে একটি বেসরকারি স্কুলে অনুষ্ঠিত মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় সহায়তা করার জন্য অভিযুক্তকে অর্থ প্রদান করেছিল।
তিন পরীক্ষার্থী ও তাদের বাবা-মা ছাড়াও গোধরা সার্কিট হাউসে স্থানীয় জয় জালারাম স্কুলের মালিক দীক্ষিত প্যাটেলকেও জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct