আপনজন ডেস্ক: দেশে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে এবার সরাসরি মুখ খুলল সিপিআইএম-এর পলিটব্যুরো কমিটি। সিপিএমের পলিটব্যুরো এক বিবৃতিতে বিভিন্ন রাজ্যে মুসলিমদের বিরুদ্ধে সাম্প্রতিক হিংসার ঘটনার নিন্দা করেছে।
সিপিআই(এম) ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক শক্তিকে নিশানা করে বলেছে, তারা নতুন করে প্রতিহিংসা নিয়ে মেরুকরণের প্রচেষ্টা তীব্র করবে।
বিবৃতিতে বলা হয়, তারা মুসলিমদের ওপর জঘন্য সাম্প্রদায়িক হামলার’ তীব্র নিন্দা জানায়। ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, হিমাচল প্রদেশে এ ধরনের অন্তত ছয়টি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
বিবৃতিতে গুজরাতের ভদোদরার একটি ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রীর আবাসন প্রকল্পের অধীনে স্বল্প আয়ের গোষ্ঠীর আবাসন কমপ্লেক্সে একজন মুসলিম মহিলাকে ফ্ল্যাট বরাদ্দের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের লোকেরা প্রতিবাদ করেছিলেন।
সিপিআইএমের পলিট ব্যুরো নির্বাচনের ফল ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে মুসলিম সম্প্রদায়ের সদস্যদের উপর ক্রমবর্ধমান হামলার নিন্দা করছে। লোকসভা নির্বাচনে বিজেপির বিপর্যয়ের পর সাম্প্রদায়িক আক্রমণের এমন তীব্রতা এই সত্যকে তুলে ধরেছে যে বিজেপি এবং হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক শক্তি নতুন করে প্রতিহিংসা নিয়ে মেরুকরণের প্রচেষ্টাকে তীব্রতর করবে।
ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে ষাঁড় বহনকারী তিন মুসলিম ব্যক্তিকে গরু পাচারকারী আখ্যা দিয়ে তথাকথিত গোরক্ষকরা হত্যা করে এবং উত্তরপ্রদেশের আলিগড়ে এক মুসলিম ব্যক্তিকে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়।
মধ্যপ্রদেশের মান্ডালায় মুসলিমদের ফ্রিজ থেকে ‘গরুর মাংস’ উদ্ধারের অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে তাদের ১১টি বাড়ি ভেঙে দেওয়ার কথাও বলা হয়েছে।
বিজেপি এবং অন্যান্য সাম্প্রদায়িক সংগঠনগুলির এই ধরনের অসাধু কূটকৌশলের বিরুদ্ধে দলটি তার সমস্ত ইউনিটকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct