আপনজন ডেস্ক: বৃহস্পতিবার নবান্নে মেয়র, জেলাশাসক, পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হকার উচ্ছেদ তার লক্ষ্য নয়, তবে রাস্তা ও সরকারি জায়গা জবরদখল কখনোই মানা হবে না বলে ফের স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, কারও রুটি রুজি কেড়ে নেওয়ার অধিকার সরকারের নেই। কিন্তু পুরো ব্যাপারটার একটা সৌন্দর্য্য বজায় রাখতে হবে। সমস্ত পুরসভা এলাকায় ফুটপাতে হকার বসার সুনির্দিষ্ট নিয়ম করে দেওয়ার তিনি নির্দেশ দিয়েছেন।
মুখ্যমন্ত্রীর মন্তব্য, হকার উচ্ছেদ রাজ্য সরকারের লক্ষ্য নয়। কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই। রাজ্য সরকার হাকারদের পাশেই আছে বলে জানান মমতা। মুখ্যমন্ত্রী জানান, এখনই হকার উচ্ছেদ হবে না। হকারদের জন্য ১ মাস সময় দেন তিনি। সঙ্গে জানান, হকারদেরই রাস্তা পরিষ্কার করতে হবে। তবে কোনও এলাকায় নতুন করে হকার বসালে গ্রেফতার হতে হবে। নেতা বা পুলিশ যে-ই হকার বসান, তাকেও গ্রেফতার করা হবে। হকারদের নির্দিষ্ট জোন করে দিতে হবে। আগুন লাগবে না এমন জিনিস দিয়ে স্টল বানাতে হবে। প্রতিটি স্টলের নম্বর থাকবে। এক এক জন হকার এক একটি করেই স্টল পাবেন। বৈধ হকারদের চিহ্নিত করতে পরিচয় পত্র দিতে হবে। স্থানীয় নেতা এবং পুলিশ যাতে হকারদের কাছ থেকে চাঁদা না তোলে সে ব্যাপারে মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন। প্রত্যেক জেলায় হকার জন্য জায়গা চিহ্নিত করতে পুরো সচিব জেলায় জেলায় গিয়ে সমীক্ষা চালাবেন। কলকাতার নিউমার্কেট, গ্র্যান্ড হোটেল, হাতিবাগান চত্বরে হকারদের জন্য বিকল্প ব্যবস্থা করতে কলকাতা পুরসভা ও বিভিন্ন হকার কমিটির সদস্যদের দিয়ে তিন মাসের মধ্যে সমীক্ষা করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। অন্যদিকে, হকারদের আপাতত একমাস সময় দেওয়া হল। তিনি বলেন, ‘এক মাস আপাতত উচ্ছেদ হবে না। তার মধ্যে আমরা আমাদের সার্ভের কাজ চালাব।’ মুখ্যমন্ত্রী এদিন বলেন, আগে টাকা নিয়ে রাস্তায় হকার বসাবে। তার পর বুলডোজার দিয়ে তুলে দেবে। এ সরকারের নীতি নয়। হকারদের জীবন ও জীবিকার জন্য রাজ্যে আইন রয়েছে। তিনি যে হকারদের পাশেই আছেন সেই বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘হকারদের আমি ভালবাসি কেন জানেন? তার কারণ, রাস্তায় একটা দুর্ঘটনা ঘটলে আর সবাই মুখ ফিরিয়ে চলে গেলেও হকারেরা ছুটে আসেন। ওরা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। কোনও মেয়ের সঙ্গে দুর্ব্যবহার হলে প্রতিবাদ করেন। কিন্তু আমি যেটা করছি, সেটা ওদের বিরুদ্ধে নয়। কলকাতাকে সুন্দর করতে হবে। আপনারা সহযোগিতা করুন, সরকার আপনাদের সঙ্গে থাকবেন।
পুলিশকে শক্ত হাতে মোকাবিলার করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পুলিশকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পুলিশকে দুর্বল হলে চলবে না। কোনও রাজনৈতিক দল দেখে সিদ্ধান্ত নেবেন না। যে দলেরই লোক হোক অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। পুলিশ যদি অন্যায়কে প্রশয় দেয় তো তাকে সঙ্গে সঙ্গে বদলি করে দেওয়া হবে। পাশাপাশি এদিন হকার উচ্ছেদ নিয়ে একটি পাঁচ সদস্যের কমিটিও গড়ে দেন মুখ্যমন্ত্রী। ওই কমিটিতে মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস সহ হকার ইউনিয়নদের সদস্যদের রাখা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct