সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: ১৯শে জুন থেকে ২৫শে জুন পর্যন্ত টানা এক সপ্তাহ জুড়ে রক্তদান উৎসবের আয়োজন সাগরদিঘীতে। সাত দিনে দশটি শিবিরে মোট ৮১৩ জনের রক্তদান। অন্যদিকে এই কর্মসূচির শেষদিনের শিবিরে ৬ ভাই এক সঙ্গে রক্তদান করলেন।
মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী সহ পার্শ্ববর্তী ব্লকের স্বেচ্ছাসেবী সংগঠন তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এক সপ্তাহব্যাপী রক্তদান উৎসবের আয়োজন করা হয়। সাগরদিঘী ব্লকের বিভিন্ন অঞ্চলের দশটি গ্রাম বেছে নেওয়া হয়। ঈদের সময় বাইরে থেকে আসা পরিযায়ী শ্রমিকদের রক্তদানে উদ্বুদ্ধ করতে গ্রামীণ এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করে ওই সেচ্ছাসেবী সংগঠন। যার ফলে ৭০ শতাংশ নতুন রক্তদাতা অংশগ্রহণ করে রক্তদান উৎসবে। পুরুষদের পাশাপাশি মহিলারাও এগিয়ে আসেন এই রক্তদান উৎসবে। গ্রামীণ এলাকার মানুষের মনের মধ্যে থেকে কাটল রক্তদানের ভয়।
দশটি শিবিরে ১ হাজার ইউনিট রক্তদানের লক্ষ্যমাত্রা থাকলেও তীব্র দাবদাহে ৮১৩ জন রক্তদান করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct