সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর তৎপর বিষ্ণুপুর পৌরসভা, বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী লাল বাঁধের পাড়ে অবৈধ দোকান উচ্ছেদ করতে পথে নামলো বিষ্ণুপুর পৌরসভা এবং পুলিশ, ২৪ ঘন্টা সময় দেওয়া হল দোকানদারদের ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা নির্দেশের পরই তৎপর বিষ্ণুপুর পৌরসভা। ২৪ ঘন্টার সময় দেয়া হলো অবৈধভাবে গজিয়ে ওঠা দোকানদারদের। এদিন বিষ্ণুপুর পৌরসভার ঐতিহ্যবাহী লালবাঁধের পাড়ে গজিয়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে বিষ্ণুপুর থানার পুলিশ এবং পৌরসভার পক্ষ থেকে যৌথ অভিযান চালায়। প্রত্যেকটা দোকানদারকে কড়াভাবে নির্দেশ দেওয়া হয় আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদের সমস্ত দোকানপাট গুটিয়ে নেওয়ার জন্য আগামীকাল যদি এই দোকান একই অবস্থায় থাকে তবে পৌরসভার পক্ষ থেকে সমস্ত দোকান ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে। পৌরসভার পক্ষ থেকে জানানো হয় এর আগেও একাধিকবার এই দোকানগুলিকে উচ্ছেদ করার কথা বলা হয়েছিল কিন্তু তারা কোনরকম কথা শোনেনি। এবার তাদের করা নির্দেশ দেওয়া হল।
আর এতে করেই চিন্তার ভাঁজ স্থানীয় ছোট ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা জানাচ্ছেন পৌরসভার পক্ষ থেকে দোকান বন্ধ করার কথা জানিয়েছেন কিন্তু দোকান বন্ধ করলে তাদের সংসার কিভাবে চলবে এ নিয়েই চিন্তায় রয়েছে তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct