নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: উলুবেডিয়া উত্তরের টি কে ২ অঞ্চলে আবারও আজও তিনজন আই এস এফ থেকে যোগ দিল তৃণমূল কংগ্রেসে।আজ সন্ধ্যায় উত্তর কেন্দ্রের সম্মানীয় বিধায়ক ডা নির্মল মাজির হাত হাত রেখে পতাকা ধরে দলে যোগ দিল আই এস এফের তিন পঞ্চায়েত সদস্য ।
গত তিন দিনে আই এস এফের প্রধান আয়েশা বেগম।,তারপর পঞ্চায়েত সমিতি সদস্য শেখ ইশরাক আলী ও কংগ্রেসের শেখ আকবর আলি ও আজ তিন জন সেখ আমিরুল, সেখ মফিজুল আলি, রাবিয়া বেগম আইএসএফ থেকে টিএমসিতে যোগ দেন।
আমতা দলীয় কার্যালয়ে কেন্দ্রের তিনবারের বিজয়ী জনপ্রিয় বিধায়ক ডা নির্মল মাজি মহাশয় ,কেন্দ্রের দলীয় সভাপতি শ্রী বিমল কুমার দাস , শেখ ইলিয়াস সাহেব (,প্রাক্তন সভাপতি -উলুবেডিয়া ২ নম্বর পঞ্চায়েতের সভাপতি ) টি কে ২ অঞ্চল সভাপতি শেখ সাবির আলী ও যুব সভাপতি জাহির আব্বাস কয়াল ছাড়াও ছিলেন বহু দলীয় সমর্থক।।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct