আসিফা লস্কর, পাথরপ্রতিমা, আপনজন: বুধবার দিন রায়দিঘী কনকনদিঘী এলাকায় সাধারণ মানুষ বিএলআরও অফিসের সামনে ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় এলাকার সাধারণ মানুষ। মূলত তাদের অভিযোগ বিএলআরও টাকার বিনিময় মিথ্যে রেকর্ড বার করছে আর এই বিষয় নিয়ে কথা বলতে গেলে তিনি কোন ধরনের সাহায্য সহযোগিতা করেন না। অন্যদিকে বেশিরভাগ দিনে তিনি নিজের দপ্তরে উপস্থিত থাকেন না। পাশাপাশি স্থানীয় মানুষের এমনও অভিযোগ দীর্ঘদিন ধরে সরকারি পাট্টা সমস্ত কাগজপত্র হয়ে গেলেও পাট্টা দিচ্ছেন না তিনি, অন্যদিকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে মিথ্যে পাট্টা দেওয়া হচ্ছে। যার ফলেই ভোগান্তির শিকার হচ্ছে এলাকার সাধারণ মানুষ। প্রকৃত জমির মালিকেরা জমির অধিকার পাচ্ছে না আর যা নিয়ে বি এল আর ও অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষজন। ঘটনার খবর পেয়ে পরবর্তী সময়ের ঘটনাস্থলে পৌঁছায় রায়দিঘি থানার পুলিশ। তবে এলাকার মানুষজনের দাবী যতক্ষণ না পর্যন্ত এর সঠিক উত্তর পারছে ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ চলতে থাকবে।
তবে অন্যদিকে এই বিষয় নিয়ে বি এল এডের সাথে যোগাযোগ করা হলে তিনি সমস্ত কিছুই অস্বীকার করেন বলেন এমন কোন ঘটনাই ঘটেনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct