আপনজন ডেস্ক: নাথান ম্যাকঅ্যান্ড্রুর লেগ কাটারে ইনসাইড-এজে বোল্ড হলেন লুই কিম্বার। লেস্টারশায়ার ব্যাটসম্যানকে অভিনন্দন জানাতে ছুটে এলেন সাসেক্সের সব খেলোয়াড়। ইংল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচটিতে লেস্টারশায়ার হেরেছে ১৮ রানে, তবে কিম্বার যা করেছেন, তাতে অভিনন্দনটা আসলেই তাঁর প্রাপ্য।
৪৬৪ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা লেস্টার ১৪৪ রানেই হারায় ৬ উইকেট। কিম্বার ব্যাটিংয়ে আসেন এরপর। কাউন্টির ইতিহাসেরই অন্যতম সেরা একটি ইনিংস খেলেন তিনি। মাত্র ১২৭ বলে ২০ চার ও ২১ ছক্কায় কিম্বার করেন ২৪৩ রান। এর মধ্যে ওলি রবিনসনের এক ওভারেই ওঠে ৪৩ রান।
এক ইনিংসেই কিম্বারে ব্যাটে দেখা গেছে বেশ কয়েকটি রেকর্ড—
৪৩
প্রথম শ্রেণির ক্রিকেটেই রবিনসনেরটির চেয়ে খরুচে ওভার আছে মাত্র একটি। রবিনসনের ওভারটি ছিল এমন—৬, ৬ (নো), ৪, ৬, ৪, ৬ (নো), ৪, ৬ (নো), ১। উল্লেখ্য, ইসিবির নিয়ম অনুযায়ী প্রতিটি নো বলে ২ রান পেনাল্টি হয়। প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে খরুচে ওভারের রেকর্ডটি ওয়েলিংটনের বার্ট ভ্যান্সের। কেন্টারবেরির বিপক্ষে ১৯৮৯-৯০ মৌসুমে এক ওভারে ৭৭ রান দিয়েছিলেন তিনি, করেছিলেন ১৭টি নো বল।
১০০
ডাবল সেঞ্চুরিতে যেতে কিম্বারের লেগেছে ১০০ বল। প্রথম শ্রেণিতে বলের হিসাবে যা দ্বিতীয় দ্রুততম। ৮৯ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন আফগানিস্তানের কাবুল রিজিওনের শফিকউল্লাহ শিনওয়ারি, ২০১৭-১৮ মৌসুমে বুস্ত রিজিওনের বিপক্ষে ম্যাচ ছিল তাদের।
২১
কিম্বারের ইনিংসে ছক্কার সংখ্যা ২১, কাউন্টি চ্যাম্পিয়নশিপে যা সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ১৭টি ছক্কার রেকর্ড ছিল ডারহামের বেন স্টোকসের, ২০২২ সালে উস্টারশায়ারের বিপক্ষে।
২৪৩
কিম্বার নেমেছিলেন আট নম্বরে। এ পজিশনে এটি প্রথম শ্রেণির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct