এম মেহেদী সানি, বারাসত, আপনজন: জেলা জুড়ে ছেলে ধরা গুজবে আতঙ্কিত অবিভাবকরা ৷ তারই মাঝে বাচ্চা চুরির সন্দেহে বুধবার উত্তেজনা সৃষ্টি হয় বিরাটি স্টেশনে । যাত্রীদের বিক্ষোভে কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ট্রেন চলাচল । দত্তপুকুর থেকে শিয়ালদহগামী ট্রেনে বাজারের ব্যাগ ভরে একটি বাচ্চাকে নিয়ে যাচ্ছিলেন এক মহিলা যাত্রী । তা দেখেই বাকি যাত্রীদের সন্দেহ হয় । ওই মহিলার বিরুদ্ধে বাচ্চা চুরির অভিযোগ তুলে সরব হন তাঁরা । এর পরেই বিরাটি স্টেশনে নেমে যাত্রীরা ওই মহিলাকে রেল পুলিশের হাতে তুলে দেন । পাশাপাশি, তদন্তের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা । এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বিরাটি স্টেশনে । পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় রেলপুলিশকে। এর পর ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশও ।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, দত্তপুকুর থেকে শিয়ালদহগামী ট্রেনে মহিলার বাজারের ব্যাগ থেকে উদ্ধার হওয়া শিশুটি আসলে ওই মহিলারই ষষ্ঠ সন্তান ৷ বারাসাত জিআরপি ওসি রুপসিনা পারভীন জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দমদম রেলস্টেশন পার্শ্ববর্তী এক বস্তির বাসিন্দা উড়িয়াভাষী ওই মহিলা ঠিকঠাক বাংলা বলতে পারেন না, তিনি মানসিক ভারসাম্যহীন, মহিলাটি প্যাকেটে করে তার শিশু পুত্রকে নিয়ে ট্রেনে ফিরছিলেন ৷ ওই মহিলা এবং শিশুটিকে নিয়ে আসার ঘন্টা দুয়েক পর শিশুটিকে ওই মহিলার সামনে নিয়ে আসা হলে শিশুটি স্বতঃস্ফূর্তভাবে দীর্ঘক্ষণ ওই মহিলার স্তনপান করে, খেলাও করে ৷ তবে এখনই শিশুটিকে তার মায়ের হাতে তুলে দেওয়া হচ্ছে না বলেও জানান বারাসাত রেল পুলিশের ভারপ্রাপ্ত আধিকারিক রুপসিনা, তিনি জানান বাচ্চাটিকে আপাতত বারাসত চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে রাখা হয়েছে ৷ পাশাপাশি ওই মহিলার স্থায়ী ঠিকানা এবং বক্তব্যের সত্যতা যাচাই করা হচ্ছে ৷ তদন্ত প্রক্রিয়া অব্যাহত থাকবে ৷ তবে উল্লেখ্য, ট্রেনের মধ্যে ব্যাগ থেকে বাচ্চা উদ্ধার হওয়ায়, জেলা জুড়ে বাচ্চা চুরি হওয়ার যে গুজব চলছে, তা সত্যি বলেই ধরে নিচ্ছেন অনেকে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct