আব্দুস সামাদ মন্ডল, বিষ্ণুপুর, আপনজন: স্কুল চলাকালীন হঠাৎই উপস্থিত বিষ্ণুপুরের এসডিও এবং বিডিও। সূত্রের খবর, বিভিন্ন দাবি দাবা নিয়ে উক্ত হাই মাদ্রাসার প্রধান শিক্ষক বারবার-ই দরবার করেন। তাই হঠাৎই মঙ্গলবার দুপুর নাগাদ এসে পৌঁছান মাদ্রাসা চত্বরে। মাদ্রাসার পরিবেশ, পঠন-পাঠন, মিড ডে মিল সহ সবকিছুই খতিয়ে দেখেন আধিকারিকরা। ভুয়োসি প্রশংসা করেন প্রধান শিক্ষক মাদ্রাসা পরিচালন কমিটি এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাদের।
স্টাফরুমে একটি আলোচনা চক্রেও অংশগ্রহণ করেন বিষ্ণুপুর এসডিও প্রসেনজিৎ ঘোষ এবং বিষ্ণুপুর বিডিও সোমশংকর মন্ডল। আর সেখানেই পুষ্পস্তবক উত্তরীয় এবং মিষ্টান্ন দিয়ে বরণ করে নেওয়া হয় মহকুমা শাসক এবং সমষ্টি উন্নয়ন আধিকারিককে।
বিষ্ণুপুর এসডিও প্রসেনজিৎ ঘোষ বলেন, আমিও আগে শিক্ষক ছিলাম। শিক্ষকতা আমাকে খুব ভালো লাগে। কারণ, শিক্ষকরাই হচ্ছে মানুষ গড়ার কারিগর। এখন অন্য এক পেশাতে এসেছি। তবে সময় পেলেই স্কুলে যাই। সাধ্যমতো চেষ্টা করি স্কুলের জন্য কিছু করার।কিছু করতে পারলে আমার ভালো লাগে।
এই মাদ্রাসার উন্নয়নের আশ্বাস দেন বিষ্ণুপুর এসডিও প্রসেনজিৎ ঘোষ। বিষ্ণুপুর বিডিও সোমশঙ্কর মণ্ডল বলেন, এত সুন্দর পরিবেশ এবং এত বড় মাদ্রাসা সত্যিই খুবই কম আছে আজ আমি আপ্লুত এই মাদ্রাসা দেখে। উপস্থিত ছিলেন মাদ্রাসার সেক্রেটারি তাহের বাবু সহ মাদ্রাসার সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রীরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct