আপনজন ডেস্ক: কোপা আমেরিকায় ব্রাজিলের শুরুটা মনমতো হয়নি। কোস্টারিকার বিপক্ষে দাপুটে ফুটবল খেলেও ম্যাচে কোনো গোল করতে পারেনি তারা। গোলশূন্য ড্র নিয়েই শেষ পর্যন্ত ছাড়তে হয়েছে মাঠ। এ ম্যাচে ব্রাজিল দলের পারফরম্যান্স অনেক সমর্থককে হতাশ করেছে।
গোলের ১৯টি সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারার বিষয়টি মানতে পারছেন না সমর্থকেরা। খেলোয়াড়দের হয়ে সমালোচকদের অবশ্য জবাব দিয়েছেন চোটের কারণে স্কোয়াডের বাইরে থাকা নেইমার। আজ ব্রাজিলের খেলা দেখতে ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন আল হিলাল তারকা নেইমার। ম্যাচে ভালো খেলেও দল গোল না পাওয়ার যন্ত্রণা বিদ্ধ করেছে নেইমারকে। তবে এরপরও সতীর্থদের পাশে দাঁড়িয়েছেন তিনি। নেইমার বলেছেন, ‘আমরা যখন মাঠে থাকি, নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। কখনো কখনো এমন দিন আসে, যখন কোনো কিছুই ঠিকঠাক হয় না, আবার এমন দিনও আসে যখন সব ঠিকঠাক হয়। খেলোয়াড় হিসেবে আমাদের সব সময় সমালোচনার ওপর থাকতে হয়। প্রতিটি পাস, প্রতিটি শট ও প্রতিটি সিদ্ধান্ত নিয়ে কথা ওঠে?’ কেন এমন হয় সেটা ব্যাখ্যা করে নেইমার বলেছেন, ‘কেন এমন হয়? কারণ, ব্রাজিলের সব মানুষ ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলতে চায়, সবাই স্বপ্ন দেখে ও চেষ্টা করে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct