আপনজন ডেস্ক: অষ্টাদশ লোকসভায় বিরোধী দলনেতা (এলওপি) হচ্ছেন রায়বরেলির কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা রাহুল তার বোন প্রিয়াঙ্কা গান্ধী লড়বেন বলে ওয়ানাদ ছেড়ে দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী প্রোটেম স্পিকার ভর্তৃহরি মাহতাবকে আনুষ্ঠানিক বার্তা পাঠানোর পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়।
লোকসভা নির্বাচনের ফল ঘোষণার চার দিন পরে, কংগ্রেস ওয়ার্কিং কমিটি (সিডব্লিউসি) সর্বসম্মতিক্রমে লোকসভায় রাহুলকে এলওপি হিসাবে সমর্থন করেছিল - যে পদটি গত এক দশক ধরে শূন্য রয়েছে কারণ কোনও দলেরই প্রয়োজনীয় সংখ্যা ছিল না। পাঁচবারের সাংসদ কংগ্রেস ওয়ার্কিং কমিটির প্রস্তাব বিবেচনার জন্য সময় চেয়েছিলেন, যা তাকে এলওপি হওয়ার আহ্বান জানিয়েছিল, যা সংসদের অধিবেশন চলাকালীন রাজধানীতে তাকে উজ্জীবিত করে।
ইন্ডিয়া জোটের কতগুলি দল তার নেতৃত্ব গ্রহণ করবে তা নিয়ে অতিরিক্ত বিবেচনা ছিল। এতদিন সংসদে ভারতের বৈঠক হত রাজ্যসভার এলওপি মল্লিকার্জুন খাড়গের দফতরে। বয়স ও প্রবীণতার কারণে খাড়গের নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের মতো দলগুলির পক্ষে গ্রহণ করা সহজ ছিল, যারা ধারাবাহিকভাবে বলে আসছে যে তারা কংগ্রেসের নির্বাচনী জোটসঙ্গী নয়।
লোকসভায় বিরোধীদের সঙ্গে শুধু লড়লেই হবে না, প্রধানমন্ত্রীর সঙ্গে লোকপাল, সিবিআই, সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন এবং সেন্ট্রাল ইনফরমেশন কমিশনের মতো প্রতিষ্ঠানের প্রধানদের বেছে নেওয়ার জন্য বিভিন্ন সিলেকশন কমিটির সদস্যও হবেন।
এআইসিসি-র সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল জানিয়েছেন, লোকসভার অন্যান্য পদাধিকারীদের বিষয়ে যথাসময়ে ঘোষণা করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct