নিজস্ব প্রতিবেদক, সাগরদিঘি, আপনজন: বিদ্যুৎ বিভ্রাটের জেরে রাস্তায় গাছ ফেলে আগুন লাগিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। বিদ্যুৎ বিভ্রাটের জেরে অশান্ত মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের কাবিলপুর অঞ্চল। এবারে রাস্তায় গাছ ফেলে আগুন জ্বালিয়ে রীতিমতো বিক্ষোভে ফেটে পড়লেন কাবিলপুর অঞ্চলের অমৃৎপুর রনজিতপুর এলাকাবাসীরা। তাদের দাবি গত দুই দিন থেকে বিদ্যুৎ পরিষেবা না থাকলেও পাঠানো হয়নি কোন বিদ্যুৎ দফতরের কর্মীদের। অভিযোগ বারংবার বিদ্যুৎ পরিষেবা থেকে বিচ্ছিন্ন কাবিলপুর এলাকা। কিন্তু বিদ্যুৎ দফতরের কোনো হেলদোল নেই। যার ফলে এই প্রতিবাদ এলাকাবাসীর।
অন্যদিকে, নদিয়ায় অতিরিক্ত মদ্যপানের কারণে চলে গেল ৪৩ বছর বয়সী এক ব্যক্তির প্রাণ, এখন দুই সন্তান নিয়ে দিশেহারা মৃত ব্যক্তির স্ত্রী। ঘটনাটি নদীয়ার শান্তিপুর পৌরসভার বাইগাছি পাড়া ইটভাটা সংলগ্ন এলাকার। জানাযায় মৃত ব্যক্তির নাম সুরঞ্জন বিশ্বাস বয়স ৪৩। স্ত্রী সোনালী বিশ্বাসের দাবি, তার স্বামী প্রতিদিন মদ্যপান করে বাড়িতে আসত। বিগত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন নেশায় আসক্ত ছিল, সারাদিন যা কাজ করতো সেই টাকা দিয়ে মদ খেত। তিনি নিজে কোন রকম কাজ করে দুই সন্তানের মুখে অন্ন তুলে দিতেন। রবিবার সন্ধ্যায় আবারো মদ্যপান করে বাড়িতে আসে, এরপর বিছানাতেই অচৈতন্য অবস্থায় পড়ে থাকে। বেশ খানিকটা সময় সারা শব্দ না পাওয়ায় সোনালী বিশ্বাস ডাকতে গেলে কোন ইঙ্গিত পাওয়া যায় না। তখনই তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় শান্তিপুর হাসপাতালে। যদিও চিকিৎসকেরা সাথে সাথে মৃত বলে ঘোষণা করে। সোমবার মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ, এরপর ময়না তদন্তের জন্য পাঠানো হয় রানাঘাট পুলিশ মর্গে। তবে এই ব্যক্তির অকাল মৃত্যুতে এখন শোকের ছায়া গোটা পরিবারে, দুই সন্তান নিয়ে কি করবেন সেটাই বুঝে উঠতে পারছেন না স্ত্রী সোনালী। তার একটাই দাবি, এই ভাবে মদ্যপান না করলে হয়তো অকালে প্রাণ যেত না। আর ভেসে যেত না গোটা সংসার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct