নিজস্ব প্রতিবেদক, বসিরহাট, আপনজন: কয়েকদিন ধরে বসিরহাটের বিভিন্ন এলাকায় খাবার অযোগ্য পানীয় জল নল দিয়ে সরবরাহ হচ্ছে । এর প্রতিবাদ করে নাগরিকরা। কিন্তু সমস্যা না মিটলে সোমবার সকালে রাস্তার উপর টাওয়ার জ্বালিয়ে বেঞ্চ পেতে অবরোধ করে পৌর নাগরিকরা।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের ঘড়িবাড়ি ত্রিমোহিনী ,কালিবাড়ি সহ একাধিক এলাকায় পানীয় জলের সমস্যায় বেশ কিছুদিন ধরে বারবার প্রশাসনকে জানিয়ে কোন লাভ হয়নি। তাই বাধ্য হয়ে টাকি রোডের ওপর টায়ার জ্বালিয়ে বেঞ্চ পেতে সোমবার অবরোধ করেছে স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি বেশ কয়েকদিন ধরে জলে দুর্গন্ধ ,খাবার অযোগ্য জল সরবরাহ হচ্ছে ।এমনকি এই জল খেয়ে শিশু থেকে বাচ্চারা পেটের রোগে ভুগছেন। বারবার জানিয়ে কোন ফল হয় নি। বাধ্য হয়ে তাই সোমবার আমরা অবরোধ করেছি। এর ফলে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ। পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী বলেন ,অমৃত প্রকল্পের পানীয় জলের পাইপ লাইন বসানোর কাজ চলছে। যার জন্য সমস্যায় পড়তে হয়েছে। মাঝে মাঝে পাইপ ফেটে যাচ্ছে। যার কারণে নিচে নোংরা ও দূষিত জল পাইপের মধ্যে ঢুকে গিয়ে এই জল পড়ছে। আমরা দ্রুতই সমস্যার সমাধান করার চেষ্টা চালাচ্ছি। পুলিশ ঘটনাস্থলে এসে দীর্ঘক্ষণ ধরে ক্ষুব্ধ নাগরিকদের সঙ্গে আলোচনা করে উপযুক্ত আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। তবে সপ্তাহের প্রথম দিনে দীর্ঘক্ষণ বসিরহাটে এই অবরোধের দরুন ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct