নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: তারাতলা ব্রিটানিয়া কোম্পানির প্রোডাকশন বন্ধ হয়ে গেলো।তারাতলা ব্রিটানিয়া কোম্পানি বন্ধ হয়ে গেলো। স্থায়ী অস্থায়ী সহ প্রায় ৩৮০ জন শ্রমিকের চাকরি গেলো। সূত্রের খবর স্থায়ী কর্মী ছিল ১২২ জন, অস্থায়ী ছিল ২৫০ জন। আড়াই হাজার টন প্রোডাকশন হতো প্রতিবছর। ২০০৪ সাল থেকে যে আড়াইশো জন ক্যাজুয়াল স্টাফ কাজ করছে তাদেরকে কোম্পানি কোন টাকা পয়সা না দিয়ে এই কোম্পানি বন্ধ করে দিল বলে অভিযোগ। এমনই অভিযোগ অস্থায়ী কর্মীদের। পার্মানেন্ট স্টাফ যারা ১০ বছরের উপরে চাকরি করছে তাদের এক এক জনকে বাইশ লাখ পঁচিশ হাজার টাকা এককালীন দিয়েছে কোম্পানি।
ছ থেকে দশ বছরের নিচে যারা চাকরি করেছে তাদেরকে ১৮ লক্ষ ৭৫ হাজার টাকা দিয়েছে কোম্পানি। তাঁর
নিচে যারা চাকরি করেছে তাদেরকে ১৩ লক্ষ ২৫ হাজার টাকা করে দিয়েছে কোম্পানি।
কিন্তু অস্থায়ী কর্মীদের কোন টাকা পয়সা এখনো পর্যন্ত দেয়নি কোম্পানি। ওই কারখানার অস্থায়ী কর্মীরা আন্দোলনে নামার হুমকি দিয়েছে।মোটা অংকের টাকা পেয়ে স্থায়ী কর্মীরা স্বেচ্ছায় অবসর গ্রহণ করে ওই কারখানা থেকে। জমজমাট ব্রিটানিয়া কারখানা চত্বর এখন জনমানবহীন। আর সেখানে বাজবে না ভো শব্দে সাইরেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct