আপনজন ডেস্ক: জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড’ যেমন জরিমানার শঙ্কার কথা জানিয়েছে, তেমনি এটাও জানিয়েছে, ব্যাপারটা এখনো তাত্ত্বিক হুমকির পর্যায়ে আছে। ডুসেলডর্ফে ইউরোর ‘বি’ গ্রুপের ম্যাচে আজ রাত ১টায় আলবেনিয়ার মুখোমুখি হবে স্পেন। ম্যাচটি জার্মানির সময় অনুযায়ী শুরু হবে রাত ৯টায়। দেশটির সংবাদমাধ্যম ‘বিল্ড’ জানিয়েছে, আলবেনিয়ার বিপক্ষে ম্যাচে স্পেন তাঁদের ১৬ বছর বয়সী উইঙ্গার লামিনে ইয়ামালকে খেলালে জরিমানার সম্মুখীন হতে পারে। কেন? জার্মানির যুব প্রতিরক্ষা আইন অনুযায়ী, ১৮ বছরের নিচে যে কারও রাত ৮টার পর কাজ করা নিষেধ। জার্মানিতে এই আইন অনূর্ধ্ব-১৮ বছর বয়সী দেশি কিংবা বিদেশি যে কারও ক্ষেত্রেই প্রযোজ্য। তবে খেলাধুলার ক্ষেত্রে আইনটি একটু শিথিল করা হয়েছে। জার্মানির খেলাধুলার অঙ্গনে অনূর্ধ্ব-১৮ বছর বয়সী কেউ রাত ১১টা পর্যন্ত খেলতে পারবেন। বার্লিনে ক্রোয়েশিয়ার বিপক্ষে স্পেনের ৩-০ গোলে জয়ের প্রথম ম্যাচটি শুরু হয়েছিল জার্মানির সময় অনুযায়ী সন্ধ্যা ৬টায়। সে ম্যাচে ইয়ামালকে ম্যাচের ৮৬ মিনিটে তুলে ফেরান তোরেসকে নামানো হয়। তবে গত শুক্রবার ইতালির বিপক্ষে স্পেনের দ্বিতীয় ম্যাচটি শুরু হয় জার্মানির সময় অনুযায়ী রাত ৯টায়। এ ম্যাচে ১-০ গোলে জিতেছিল স্পেন এবং ম্যাচের ৭১ মিনিটে ইয়ামালকে তুলে তোরেসকে নামান স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
ইতালির বিপক্ষে ম্যাচে জার্মানির সময় অনুযায়ী ইয়ামালকে রাত ১০টা ৩০ মিনিট নাগাদ তুলে নেন স্পেন কোচ। কিন্তু তাতেই সমস্যাটি মিটে যাচ্ছে না। জার্মানির আইন অনুযায়ী, শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ইয়ামালের কাজ শেষ হয়নি। বিল্ড জানিয়েছে, ম্যাচ শেষে গোসল করা থেকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা এবং অন্যান্য যেসব আনুষ্ঠানিকতা থাকে, সেসব কিছুই কাজের অন্তর্ভুক্ত হবে। আর এসব আনুষ্ঠানিকতার কোনো কিছু স্থানীয় সময় রাত ১১টা পেরিয়ে গেলে জরিমানা কিংবা নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে। সেই জরিমানার অঙ্কটা হতে পারে ৩০ হাজার ইউরো।
তবে বিল্ড এর এই প্রতিবেদনেই জার্মানির কনস্ট্যানৎজ বিশ্ববিদ্যালয়ের আইনি বিশেষজ্ঞ স্টেফান গ্রাফ দাবি করেছেন, খেলাধুলার কোনো ব্যাপারে স্পেনের এমন কোনো শাস্তির মুখোমুখি হওয়ার শঙ্কা নেই। অর্থাৎ আলবেনিয়ার বিপক্ষে ম্যাচে ইয়ামালের সব অনুষ্ঠানিকতা শেষ করতে স্থানীয় সময় রাত ১১টা পেরিয়ে গেলেও স্পেনকে কোনো প্রকার শাস্তির সম্মুখীন হতে হবে না। ‘জেডডিএফ’ চ্যানেলে বিশেষজ্ঞরাও পরিষ্কার করে বলেছেন, এটা শুধু কাগজে-কলমের নিয়ম বা তাত্ত্বিক ব্যাপার। জার্মানিতে খেলাধুলার অঙ্গনে এমন কোনো ঘটনায় কর্তৃপক্ষকে এখন পর্যন্ত কোনো শাস্তিমূলক পদক্ষেপ নিতে দেখা যায়নি।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে স্পেনের হয়ে মাঠে নেমে ইউরোয় সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড গড়েন ইয়ামাল। ইউরোর মূল পর্বে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল বানানোর রেকর্ডও গড়েছেন ১৬ বছর ৩৪৭ দিন বয়সী এই ফুটবলার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct