আপনজন ডেস্ক: হামাস-ইসরায়েল সংঘাতে গত আট মাসের বেশি সময়ে গাজার প্রায় ২১ হাজার শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের শিশু বিষয়ক সংস্থা সেভ দ্য চিল্ড্রেন। এসব শিশুর অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে, ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছে বা তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ এই সংস্থাটি বলেছে, গাজার বর্তমান পরিস্থিতিতে তথ্য সংগ্রহ করা এবং যাচাই করা প্রায় অসম্ভব। তবে অন্তত ১৭ হাজার শিশুকে সঙ্গীহীন এবং বিচ্ছিন্ন বলে মনে করা হচ্ছে এবং আনুমানিক চার হাজার শিশু ধ্বংসস্তূপের চিচে নিখোঁজ রয়েছে। এছাড়া গণকবরেও অজানা সংখ্যক রয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct