আপনজন ডেস্ক: গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে তীব্র লড়াইয়ের পর্যায় শেষ হচ্ছে। তবে যতক্ষণ না হামাস ফিলিস্তিনি ছিটমহল নিয়ন্ত্রণ করবে ততক্ষণ যুদ্ধ শেষ হবে না বলে মন্তব্য করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার ইসরায়েলের চ্যানেল ১৪ কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
নেতানিয়াহু জানান, গাজায় তীব্র লড়াই শেষ হয়ে গেলে ইসরায়েল লেবাননের উত্তর সীমান্তে আরো বাহিনী মোতায়েন করতে সক্ষম হবে। সেখানে ইরান সমর্থিত হিজবুল্লাহর সাথে লড়াইয়ের তীব্রতা বেড়েছে।
তিনি বলেন, তীব্র পর্যায় শেষ হওয়ার পর, আমাদের বাহিনীর কিছু অংশ উত্তর দিকে সরানোর সম্ভাবনা রয়েছে। আমরা এটি করব প্রথমত এবং সর্বাগ্রে প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে এবং দ্বিতীয়ত, আমাদের (সরিয়ে আনা) বাসিন্দাদের বাড়িতে ফিরিয়ে আনার জন্য।
গত ৭ অক্টোবর গাজায় হামলা শুরুর পর এটাই নেতানিয়াহুর প্রথম কোনো মিডিয়া সাক্ষাতকার। এই সাক্ষাতকারে তিনি আবারও হামাসের স্থানে অধিকৃত পশ্চিমতীরভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের শাসন প্রতিষ্ঠার ধারণাটি নাকচ করে দেন।
হামাসের বিরুদ্ধে তীব্র লড়াইয়ের পর্যায় কবে শেষ হবে জানতে চাইলে নেতানিয়াহু বলেন, খুব শিগগিরই। তবে গাজায় সামরিক অভিযান চলবে।
তিনি বলেন, আমি যুদ্ধ শেষ করতে এবং হামাসকে যেমন আছে তেমন ছেড়ে দিতে রাজি নই।
গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতির একটি প্রস্তাব ঘোষণা করেন। তাতে তিনটি পর্যায় উল্লেখ করা হয়েছিল। প্রথম পর্যায়ে কয়েকজন ইসরায়েলি বন্দীর মুক্তির বিনিময়ে ছয় সপ্তাহের অস্ত্রবিরতির কথা বলা ছিল। দ্বিতীয় পর্যায়ে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরুর কথা উল্লেখ ছিল।
মার্কিন কর্মকর্তারা জোর দিয়ে বলেছিলেন, ইসরায়েলই প্রস্তাবটি প্রণয়ন করেছে। তবে নেতানিয়াহু এবং বেশ কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা হুঙ্কার দিয়ে যাচ্ছিলেন যে হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে। তারা যুদ্ধবিরতি প্রস্তাবটি প্রকাশ্যে অনুমোদন করতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন।