আপনজন ডেস্ক: সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সাংসদ হিসেবে শপথ নিতে যান, তখন কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে সংবিধানের একটি কপি দেখান। প্রতীকী ইঙ্গিতের ব্যাখ্যা দিয়ে রাহুল গান্ধী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মাহতাবকে প্রোটেম স্পিকার নিয়োগ করে সংবিধানকে আক্রমণ করার অভিযোগ করেছেন। তিনি বলেন, বিরোধীরা সংবিধানের উপর আক্রমণ হতে দেবে না। সংবাদ সংস্থা পিটিআই অনুযায়ী রাহুল গান্ধি জানান, এই হামলা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। অষ্টাদশ লোকসভার উদ্বোধনী অধিবেশনে আটবারের সাংসদ কোডিকুন্নিল সুরেশের দাবিকে উপেক্ষা করে প্রোটেম স্পিকার ভর্তৃহরি মাহতাবের নিয়োগের বিরুদ্ধে গান্ধী মূর্তির কাছে ভারতীয় ব্লকের নেতারা বিক্ষোভ দেখান। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন, শাসক দল তাদের ঔদ্ধত্য ভুলে যায়নি। আমরা দেখতে পাচ্ছি যে তারা দেশের মূল বিষয়গুলিকে উপেক্ষা করছে। কে সুরেশকে প্রোটেম স্পিকার হিসেবে নিয়োগ করা হলে ভারতের গোটা দলিত সম্প্রদায় এক ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হতে পারে। আজ বিজেপি শুধু কংগ্রেস, ইন্ডিয়া জোট এবং কে সুরেশকে উপেক্ষা করেনি, গোটা দলিত সম্প্রদায়কে উপেক্ষা করেছে।
অধিবেশন শুরুর কয়েক মিনিট আগ, প্রধানমন্ত্রী সংসদ প্রাঙ্গণে সংবাদমাধ্যমের সামনে একটি প্রথাগত ভাষণে ৫০ বছর আগে দেশে জারি করা জরুরি অবস্থা নিয়ে বিরোধীদের কটাক্ষ করেন। মোদি বলেন, ২৫ জুন ভারতের গণতন্ত্রের কালো দাগকে জরুরি অবস্থা হিসেবে চিহ্নিত করার ৫০ বছর পূর্ণ হবে। তার বিরোধিতায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে হতাশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী তাঁর প্রাক অধিবেশন ভাষণে নিট পেপার ফাঁস, নিয়োগ পরীক্ষায় দুর্নীতি, সাম্প্রতিক ট্রেন দুর্ঘটনা এবং মণিপুরে চলমান হিংসার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে কথা বলতে ব্যর্থ হয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct