সেখ মহম্মদ ইমরান, কেশপুর, আপনজন: কেশপুরে বিজয় উৎসব থেকে বিজেপির মিথ্যাচার নিয়ে তোপ দাগল রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি সাহা। এদিন বিজয় মঞ্চ থেকে নাম না করে বিজেপি নেতা হিরণের উদ্দেশ্যে বলেন, যিনি কেশপুরে দাঁড়িয়ে কেশপুরকে “পাকিস্তান” বলেছিলেন, তাকে আমি বিধানসভায় গিয়ে প্রশ্ন করব আপনি তো একজন জনপ্রতিনিধি, কিভাবে এই কথা গুলো বলেন? বিরোধী দলনেতাকেও এদিন শিউলি সাহা খেজুরির ঘটনা নিয়ে তোপ দাগেন। সেই সঙ্গে তিনি আরো বলেন, কেশপুরের বিজেপি নেতা তন্ময় ঘোষকে নিয়ে গিয়ে রাজভবনে বলেছেন কেশপুরে বিরোধীরা নাকি বাড়ি ছাড়া। এইসব মিথ্যাচার করে লাভ হবে না। একবার এসে দেখে যান, কেশপুরের মানুষ কত আনন্দে রয়েছে।
এদিন শিউলি আরো বলেন, কেশপুরে ৩৪ বছর বাম সরকারের আমলে কোন উন্নয়ন হয়নি, তাই বর্তমান সরকারের উন্নয়ন এতটাই হয়েছে তাতে কেশপুরের মানুষ আশীর্বাদস্বরূপ দীপক অধিকারী দেব কে এক লক্ষ্যেরও বেশি ভোট দিয়ে জিতিয়েছে। তিনি বলেন গোটা কেশপুর জুড়ে ১০০ কোটি টাকার রাস্তা তৈরি হবে, ইতিমধ্যেই তা পঞ্চায়েত দপ্তর থেকে জেলাশাসকের হাত দিয়ে বিডিওর কাছে সার্ভে করার চিঠি পৌঁছে গেছে। কেশপুরের মানুষকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই বিপুল ভাবে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করার জন্য। এছাড়াও এদিন কেশপুর বিধানসভার সর্বোচ্চ ভোটে লিড দেওয়া মুগবসান অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটিকে সম্বর্ধনা দেওয়া হলো।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশপুরের বিধায়িকা তথা রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা, ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজা, ঘাটাল সাংগঠনিক জেলার যুব সভাপতি সৌরভ চক্রবর্তী, জেলার মহিলা সভানেত্রী তনয়া দাস, কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়ায় সহ সঞ্জয় পান, শ্যামল আচার্য, উত্তমানন্দ ত্রিপাঠী ও ব্লক ও অঞ্চলের নেতৃত্ববৃন্দ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct