নিজস্ব প্রতিবেদক, বহরমপুর, আপনজন: কবি, পাঠক ও সাহিত্য অনুরাগীদের প্রবল আবেগ, আগামী বছর আবার এই মেলা সংগঠিত করার স্বতঃস্ফূর্ত উৎসাহ, এবং এই প্রবল গরমেও দুদিন ব্যাপী মেলার আনন্দ ভাগ করে নেওয়ার উচ্ছ্বাস এবং এক প্রকার উন্মাদনার মধ্যে দিয়ে শেষ হয় মুর্শিদাবাদ কবিতা মেলা-২০২৪; এই মেলা ১৫ জুন ২০২৪ ভারতের প্রথম ‘শিশু বইমেলা’র রূপকার নবতিপর নির্মল সরকার ও বর্ষীয়ান কবি শম্ভু ভট্টাচার্যের হাত ধরে উদ্বোধন হয়ে সাড়া ফেলে ছিল সারা শহরে।
দ্বিতীয় দিনে, মেলা মঞ্চে, কবিতার নির্মাণ চর্চার বিভিন্ন ধারা নিয়ে অনিন্দ্যসুন্দর আলোচনা করলেন বিশিষ্ট কবি সন্দীপ বিশ্বাস। তার আলোচনায় তিনি বিশেষভাবে উল্লেখিত করেন কবি উৎপাল গুপ্ত এবং কবি সুশীল ভৌমিকের অবদান। এছাড়া আলোচনা করেছেন কবি সমীর ঘোষ কবি যতীন্দ্রমোহন সেনগুপ্তকে নিয়ে ও অরূপ চন্দ্র আলোচনা করেন মনীশ ঘটক যুবনাশ্ব-কে নিয়ে।
উল্লেখ্য, মেলা কমিটি মেলার স্থানটির নামকরণ করেছিলেন “কবি উৎপল গুপ্ত-কক্ষ”; এবং মঞ্চের নামকরণ হয়েছিল কবি নাসের হোসেন ও কবি অমিতাভ মৈত্র’র নামানুসারে। মুর্শিদাবাদ জেলার কবিতা চর্চার ধারায় উক্ত তিন প্রয়াত কবির অবদান জেলাবাসী স্মরণে রাখবে।।
মুর্শিদাবাদ জেলার চারজন বিশিষ্ট কবিকে মেলা কমিটি যথোপযুক্ত শ্রদ্ধা সম্মানের সঙ্গে সংবর্ধিত করলেন। তাঁরা হলেন --- কবি নিখিল কুমার সরকার; তাঁকে উত্তরীয় পরিয়ে তাঁর হাতে সম্মাননা স্মারক ও মানপত্র তুলে দেন এই মেলার সভাপতি ও কবি অরূপ চন্দ্র; কবি সন্দীপ বিশ্বাস-কে উত্তরীয় পরিয়ে হাতে সম্মাননা স্মারক ও মানপত্র তুলে দেন জেলার বিশিষ্ট প্রাবন্ধিক ইতিহাস গবেষক প্রকাশ দাস বিশ্বাস; কবি অরু চট্টোপাধ্যায়-কে উত্তরীয় পরিয়ে সম্মাননা স্মারক ও মানপত্র তুলে দেন বিশিষ্ট ইতিহাসবিদ খাজিম আহমেদ; কবি সৈয়দ খালেদ নৌমান-কে উত্তরীয় পরিয়ে, সম্মাননা স্মারক ও মানপত্র প্রদান করে সম্মানিত করেন ড. মানবেন্দ্রনাথ সাহা। এই মেলার অন্যতম অভিনব আকর্ষণ অর্থাৎ ছড়ালেখা ও কবিতালেখা প্রতিযোগিতা এবং একইসাথে জেলার কবিদের রচিত কবিতার আবৃত্তি প্রতিযোগিতা। তাতে বিজয়ীদের সকলকে মেলার পক্ষ থেকে শংসাপত্র ও উপহার পুরস্কার তুলে দেওয়া হয়। জেলার ভূমিকন্যা বর্তমানে বসবাস অন্যত্র বিশিষ্ট কবি ও আবৃত্তিকার সাবিনা সৈয়দ “মুর্শিদাবাদ জেলা কবিতা মেলা”র খবর পেয়ে মেলায় এসে কবিতা পাঠে অংশগ্রহণ করেন। মেলায় স্বরচিত কবিতা পাঠ কারী, আবৃত্তিকারীদের হাতে মেলা কমিটির পক্ষ থেকে স্মারক ও উপহার তুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, মেলার দ্বিতীয় দিনে বিশিষ্ট আবৃত্তিকার প্রদীপ আচার্য কবিতা পরিবেশন করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct