চন্দনা বন্দ্যোপাধ্যায়, জয়নগর, আপনজন: অবশেষে তিনদিন পর মিললো নিখোঁজ মৎস্যজীবিদের সন্ধান, মিললো ট্রলারটি।স্বস্তি পেল মৎস্যজীবিদের পরিবার। আর অবশেষে স্বস্তি,খোঁজ মিললো রায়দিঘির নিখোঁজ ট্রলার সহ ১৩ জন মৎস্যজীবী। কয়েকদিন আগে মৎস্যজীবীদের নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের রায়দিঘিতে। মৎস্যজীবীদের পাশাপাশি খোঁজ পাওয়া যাচ্ছিল না ট্রলারটিরও।জানা যায়,গত ১৫ ই জুন শনিবার রায়দীঘির ঘাট থেকে ১৩ জন মৎস্যজীবীকে নিয়ে মাছ ধরতে গিয়েছিল এফ বি মাতৃ আশিস নামে একটি ট্রলার। গত ১৭ ই জুন সন্ধ্যার পর থেকে আর তাঁদের সঙ্গে কোন ও ভাবে যোগাযোগ করা যাচ্ছিল না। অবশেষে তিনদিন নিখোঁজ থাকার পর শুক্রবার বাঘেরচরের কাছে হদিশ মিললো রায়দিঘির নিখোঁজ ট্রলারের।ট্রলারে থাকা ১৩ জন মৎস্যজীবীই সুস্থ রয়েছেন বলে জানা গেল। মৎস্য দফতর সূএে জানা গিয়েছে, বঙ্গোপসাগরের বাঘেরচরের কাছে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এমনকী স্যাটেলাইট সিস্টেম ফ্রিকুয়েন্সি সিগন্যাল না থাকায় ট্রলারটির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে উপকূলরক্ষী বাহিনী ও স্থানীয় মৎস্যজীবীদের সহায়তায় ট্রলারটির খোঁজ মেলে বলে শুক্রবার জানালেন ডায়মন্ড হারবারের সহ মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) সুরজিৎ বাগ।
এদিন ট্রলারটিকে নিয়ে আসা হচ্ছে রায়দীঘিতে। ১৩ জন মৎস্যজীবী সবাই সুস্থ আছেন বলে জানান তিনি।এর আগে খবর পাওয়া যায়, সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন ১৩ জন মৎস্যজীবী। হদিশ পাওয়া যাচ্ছিল না সেই ট্রলারটিরও। আর এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দ: ২৪ পরগনার সুন্দরবনের রায়দিঘি এলাকায়। উদ্বেগ ছড়ায় নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের মধ্যেও।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct