মনিরুজ্জামান ও ইস্রাফিল বৈদ্য, আপনজন: চলতি বছরের হজ সম্পাদন করে হাজী সাহেবদের প্রথম উড়ানে ৩০৪ জন মেহমানকে নিয়ে আরব থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে চলেছে আজ,শনিবার। উল্লেখ্য,মে মাসের ৯ তারিখ ১৬৩ জন হজযাত্রী নিয়ে মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাংলার হজ যাত্রীদের প্রথম কাফেলা। দীর্ঘ ৪৪ দিন বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করে ২২ জুন,শনিবার বিকাল সাড়ে পাঁচটায় নাগাদ দমদম বিমানবন্দরে নামা প্রথম উড়ানের হাজীদের মোবারকবাদ জানাতে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মহানাগরিক ফিরহাদ হাকিম,সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দপ্তরের প্রধান সচিব পি বি সেলিম, সচিব ওবাইদুর রহমান, বিশেষ সচিব শাকিল আহমেদ সহ বিশিষ্টজনেরা বিমানবন্দরে উপস্থিত থাকবেন।
হাজী সাহেবদের স্বাগত জানানোর সবরকমের বন্দোবস্ত ঠিক রাখতে দমদম বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে হজ কমিটির আধিকারিকদের মধ্যে আলোচনা পরবর্তী বিমানবন্দর চত্বর পরিদর্শন করেন।
এইসময় উপস্থিত ছিলেন দপ্তরের বিশেষ সচিব শাকিল আহমেদ, হজ কমিটির কার্যনির্বাহী আধিকারিক মহঃ নকি, রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের অন্যতম পীরজাদা তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হজ্ব কমিটির আমন্ত্রিত সদস্য পীরজাদা হাজী একেএম ফারহাদ, সদস্য কুতুবউদ্দিন তরফদার,পীরজাদা হাজী রাকিবুল আজিজ সহ এয়ার পোর্ট অথরিটি,জেলা সংখ্যালঘু আধিকারিক, সিভিল ডিফেন্স সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দপ্তরের বিশেষ সচিব শাকিল আহমেদ জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দপ্তর প্রস্তুত হাজী সাহেবদের স্বাগত জানাতে। রাজ্য হজ কমিটি কার্যনির্বাহী আধিকারিকের নেতৃত্বে সদস্য ও অন্যান্য আধিকারিকরা তৎপরতার সঙ্গে কাজ করে চলেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct