হাসান লস্কর, কুলতলি, আপনজন: প্রতিদিনের মতো বারুইপুর রেঞ্জের পিয়ালী বিটের কর্মীরা পিয়ালী নদী বাঁধ বরাবর ম্যানগ্রোভ এর জঙ্গল চেক করতে যাবার পথে বালাহারানিয়া নদীর চড়ে তারা দেখতে পান একটি বিশাল আকার মৃত কুমির। সাথে সাথে তারা বিষয়টি বারুইপুর রেঞ্জার শিবানন্দ জোয়ারদার কে জানান পিয়ালী বিটের বড়বাবু আবু জাফর মোল্লা। তড়িঘড়ি কুমিরটি কে তারা উদ্ধার করার ব্যবস্থাও করেন। পিয়ালী বীট থেকে কুমিরটিকে নিয়ে আসা হয় কুলতলি ব্লক প্রাণী স্বাস্থ্য দপ্তর জামতলায়। ব্লক প্রাণী স্বাস্থ্য বিকাশ দপ্তরের আধিকারিক বাসুদেব দত্ত ও ডক্টর শোভন বিশ্বাস জানান পিয়ালী বনদপ্তরের কর্মীরা একটি আট ফুটের মৃত মহিলা কুমির ময়নাতদন্তের জন্য নিয়ে আসে আমাদের এই দপ্তরে। আমরা তার ময়না তদন্ত ও করি।আমাদের প্রাথমিক ধারণা কোন আঘাতের চিহ্ন তার গায়ে ছিলনা । কিভাবে ওই কুমিরটির মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের পরে পরিষ্কার জানা যাবে। এই মৃত কুমিরটি কিভাবে এখানে দেখা মিলল তা নিয়ে স্থানীয় বাসিন্দারারদের মধ্যে চলছে কানাঘুষো।
কুলতলীর পিয়ালী বনবিভাগ এর বড়বাবু আবুজাফর মোল্লার কোথায় আমরাও বুঝতে পারছি না যে কুমিরটি কিভাবে মারা গেল। এলাকায় এই মৃত কুমিরটি নিয়ে চলছে কানাঘুষো যতক্ষণ না ময়না তদন্তের রিপোর্ট পাওয়া যাচ্ছে তার জট পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। দেখা যাক সময় বলবে কুমিরটির মৃত্যু কিভাবে হল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct