দেবাশীষ পাল, মালদা, আপনজন: আবারো রাত জাগা শুরু মালদার মানিকচকের ভূতনি চর গঙ্গা তীরবর্তী দুর্গত পরিবারগুলির।
জলস্তর বাড়তেই মরশুমেই প্রথম ভাঙনের জেরে আতঙ্কে স্থানীয়রা। জানা গেছে,বৃহস্পতিবার সকাল থেকে উত্তর চন্ডিপুরের কেশরপুর ও কোশি শাখা নদীর সংযোগস্থলে ভাঙন শুরু হয়েছে। ভাঙনের তোরে তোলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা।
আনুমানিক ৫০০ মিটার জুড়ে ভাঙন চলছে বলে খবর। তোলিয়ে যাচ্ছে কৃষিজমি। ইতিমধ্যে আতঙ্কে রয়েছেন গ্রামের হাজার হাজার মানুষ।
অন্যদিকে,দুই বছর আগে কেটে যাওয়া বাঁধ সংস্কার না হওয়ায় বন্যার আতঙ্কে ভুগছেন ভুতনির তিনটি অঞ্চলের লক্ষাধিক মানুষ। এই অবস্থায় স্থানীয় দুর্গত মানুষের দাবি অবিলম্বে ভাঙন রোধের ব্যবস্থা করতে হবে এবং কেটে যাওয়া বাঁধের সংস্কার করতে হবে। ভুতনিতে গঙ্গার প্রবেশপথে উত্তর চন্ডিপুরের কেশরপুর এলাকায় গঙ্গা এবং কোশি শাখা নদী বের হয়ে দুই কিলোমিটার দূরে ফুলহার নদীতে পড়েছে।
এখানে প্রায় কয়েক কোটি টাকা ব্যয় করে ভাঙন রোধের কাজ হয়েছিল।
সেই কাজের একাংশ ভাঙনে তলিয়ে গেছে। এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের।
স্থানীয় বাসিন্দা সীতারামের বক্তব্য, আমরা আগে থেকেই বলে আসছি। এখানে ভাঙন রোধের যে কাজ হচ্ছে তা নিম্নমানের। এই কাজ করে ভাঙন আটকানো সম্ভব না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct