আপনজন ডেস্ক: পশ্চিমা সামরিক জোট দ্য নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) পরবর্তী মহাসচিব হতে যাচ্ছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে। ন্যাটোর নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে এগিয়ে থাকা রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস নিজের নাম প্রত্যাহার করায় জোটের পরবর্তী মহাসচিবের পদ নিশ্চিত হচ্ছে মার্ক রুটের।
ক্লাউস ইওহানিস গত সপ্তাহের শেষে সামরিক জোটকে জানিয়েছেন, তিনি তার প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাহার করে নিচ্ছেন। দু’জনই ন্যাটোর বর্তমান মহাসচিব ইয়ানেস স্টলটেনবার্গের স্থলাভিষিক্ত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। স্টলটেনবার্গের মেয়াদ আগামী অক্টোবরে শেষ হবে। মহাসচিব হওয়ার দৌড়ে মার্ক রুটে বর্তমানে একমাত্র প্রার্থী। তবে সদস্যরাষ্ট্রগুলো তাকে আনুষ্ঠানিকভাবে এখনো সমর্থন জানায়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct