আপনজন ডেস্ক: তৃণমূল কংগ্রেস সাংসদদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) আইনি গ্যারান্টি সহ কৃষকদের দাবিতে আন্দোলনরত কৃষকদের সাথে সোমবার হরিয়ানায় দেখা করলেন। হরিয়ানায় ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে আন্দোলনকারী কৃষকদের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে মহম্মদ নাদিমুল হক, দোলা সেন, সাগরিকা ঘোষ এবং সাকেত গোখলেকে নিয়ে গঠিত পাঁচ সদস্যের দলটি হরিয়ানা ও পাঞ্জাব সীমান্তে খানৌরির কাছে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে কথা বলেন। সেখানেই আন্দোলনকারীদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আসন্ন লোকসভার অধিবেশনে তাঁর দলের সাংসদরা কৃষকদের দাবি তুলে ধরবেন বলে আশ্বাস দেন তিনি ৷ এদিন ডেরেকের ফোন থেকে সরাসরি কৃষকদের পাশে থাকার বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী । কৃষক নেতা জগজিৎ সিং দালেওয়ালের মমতার সঙ্গে কথা হয়। সেখানেই তিনি এই আন্দোলনের পাশে থাকার বার্তা দেন। মমতা বলেন, আমি জানি আপনাদের উপর অত্যাচার হয়েছে। আপনারা আপনাদের বন্ধুদের হারিয়েছেন। আপনাদের ট্রাক্টর নষ্ট করে দেওয়া হয়েছে। এমনকি দিল্লি পর্যন্ত যাওয়া হয়নি। আমি আমাদের এমপিদের এই কারণেই পাঠিয়েছি ৷ এই মুহূর্তে সংসদে আমাদের ৪২ জন সাংসদ আছে। আপনাদের দাবির পক্ষে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে চাই। আপনারা আন্দোলন জারি রাখুন। এ সরকার নড়বড়ে সরকার। গড়বড়ের সরকার। এর বিরুদ্ধে আন্দোলন জারি রাখুন ৷ প্রয়োজন হলে আমি নিজে যাব। অন্যদিকে তৃণমূলের প্রতিনিধিদল পাঠানোর জন্য তৃণমূল নেত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান কৃষকরা। কৃষক নেতা জগজিৎ সিং দালেওয়াল বলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে প্রতিনিধি পাঠানোর জন্য। আমরাও ভাবছিলাম আপনার কাছে আমাদের দাবিপত্র পাঠাব । আজ এখানে আসা সাংসদদের আমি ঘটনাস্থল ঘুরিয়ে দেখিয়েছি যেখানে আমাদের এক যুবা বন্ধু শহীদ হয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct