মোহাম্মদ জাকারিয়া, রায়গঞ্জ, আপনজন: রবিবার উত্তর দিনাজপুর জেলার রহাটপুর হাই মাদ্রাসা প্রাঙ্গণে প্রথমবারের মতো আয়োজিত হল করণদিঘী ব্লক কনভেনশন।
নর্থ বেঙ্গল পিপলস পার্টির উদ্যোগে এই অনুষ্ঠানে সমবেত হন উত্তরবঙ্গের বিভিন্নভাবে বঞ্চিত মানুষজন। কেন্দ্রীয় কমিটির সদস্য শাহীদুর রহমান শাহীদুর রহমান জানান উত্তরবঙ্গকে বঞ্চনা থেকে মুক্ত করতে হবে। এতদিন উত্তরবঙ্গে একটা সার্বজনীন রাজনৈতিক প্লাটফর্ম না থাকায় কেউ তেমনভাবে সংগঠিত হতে পারেনি। আমরা সব জনজাতির মানুষকে নিয়ে নর্থ বেঙ্গল পিপলস পার্টি তৈরি করেছি, যাতে একসঙ্গে লড়াই করতে পারি। শাহীদুর রহমান আরও জানান, বিভিন্ন গোষ্ঠী যেমন কেপিপি, গোর্খারা, নস্যসেখ, রাজবংশী, শেরশাবাদিয়া, সূর্যপুরী, আদিবাসী প্রভৃতি গোষ্ঠী নিজেদের বঞ্চনার বিরুদ্ধে লড়ছে দীর্ঘদিন ধরে। কিন্তু তাদের এককভাবে আন্দোলনের কারণে সকলের সমর্থন তারা পাইনি। এই কনভেনশনে বিভিন্ন গোষ্ঠীর মানুষ একত্রিত হয়েছেন, যাতে তারা একসঙ্গে লড়াই করতে পারেন। সাধারণ সম্পাদক অনিমেষ চক্রবর্তী জানান সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি কেউই আমাদের মূল দাবি পূরণ করতে পারবে না। কারণ, দক্ষিণবঙ্গের ৩৪টি আসন হারানোর ভয়ে তারা আমাদের দাবির প্রতি সাড়া দিচ্ছে না। এই কনভেনশনের মাধ্যমে নর্থ বেঙ্গল পিপলস পার্টি উত্তরবঙ্গের মানুষের বঞ্চনার বিরুদ্ধে লড়াই করার জন্য একটি নতুন দিশা দেখাতে চায়। এই দলে যোগ দেওয়ার জন্য উত্তরবঙ্গের সকল জনজাতির মানুষকে আহ্বান জানানো হয়েছে। এদিন উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল পিপলস পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অনিমেষ চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহীদুর রহমান, আহবায়ক দীনেশ চন্দ্র সিংহ, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct