দেবাশীষ পাল, মালদা, আপনজন: ভোট পরবর্তী হিংসা ফের মাথা চাড়া দিল। হিংসার শিকার হলেন সেই মুসলিমরাই। অবশ্য ঘাতক হিসেবে যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও মুসলিম সম্প্রদায়ের। এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার গোপালপুর অঞ্চলের জেসারতটোলা এলাকায়। জানা গেছে, নিহত কংগ্রেস কর্মীর নাম আকমাল সেখ। তার পরিবারবর্গ সহ স্থানীয় কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, সদ্য সমাপ্ত লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকে সন্ত্রাসের মাত্রা বেড়ে গিয়েছিল। কংগ্রেস কর্মীদের ধরে ধরে হুমকি দিচ্ছিল এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ, যা শনিবার রাতে চরম পর্যায়ে পৌঁছায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কেন্দ্রীয় সেনাবাহিনীর চাকরি পরীক্ষার ফর্ম ফিলাপ করে ধরমপুর স্ট্যান্ড থেকে বাইকে করে কংগ্রেস কর্মী আকমল শেখ ও তার সঙ্গী গোপালপুরে নিজের বাড়ি ফিরছিলেন। রাস্তার মাঝে ফাঁকা আম বাগানে বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁদের আটকে রাস্তা থেকে ভেতরে নিয়ে যায় বলে অভিযোগ। বাইক চালককে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু কংগ্রেস কর্মী আকমল শেখকে আম বাগানের ভিতরে নিয়ে গিয়ে প্রথমে শাবল দিয়ে পায়ে আঘাত করে দুষ্কৃতীরা। পরে হাঁসুয়া দিয়ে নৃশংসভাবে কোপানো হয়। বাইক চালক সবাইকে খবর দিলে দুষ্কৃতীরা তখন এলাকা ছেড়ে চম্পট দেয়। স্থানীয়রা তড়িঘড়ি আকমলকে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। কয়েক ঘণ্টার মধ্যেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আকমল শেখের বাবার অভিযোগ, গোপালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মহাম্মদ নাসিরের আশ্রিত দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে। তবে তৃণমূল নেতা মহম্মদ নাসির অভিযোগ অস্বীকার করে বলেন, এই ঘটনার সঙ্গে আমাদের বা তৃণমূলের কোনও যোগাযোগ নেই। ঘটনাটি খুবই দুঃখজনক। এলাকার পরিস্থিতি এখন থমথমে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct