চন্দনা বন্দ্যোপাধ্যায়, কুলতলি , আপনজন: সন্দেহের বশে স্ত্রীকে কুপিয়ে খুন, গ্রেফতার স্বামী। স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুলতলি থানার দেউলবাড়ি দেবীপুর গ্রাম পঞ্চায়েতের কাটামারি গ্রামে। অভিযুক্ত স্বামীর নাম বিপ্লব মন্ডল। মৃত স্ত্রী বিমলা মন্ডল।কিন্তু কী কারণে ঘটলো এই ভয়ঙ্কর ঘটনা?পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।অভিযোগ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই ঘটেছে এই ভয়ঙ্কর খুনের ঘটনা।জানা যায়,স্ত্রীর সঙ্গে প্রতিবেশী এক ব্যক্তির বিবাহ বহির্ভূত সম্পর্কে সন্দেহের বশে স্ত্রীকে খুন করেন অভিযুক্ত বিপ্লব মন্ডল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেল, শুক্রবার সন্ধ্যায় কাটামারির বাড়িতে স্ত্রী বিমলা মন্ডল ফোনে কথা বলছিলেন।আর এই সময় ফোনে কথা বলা নিয়ে স্বামী স্ত্রীর সঙ্গে তীব্র বচসা হয়। তখন স্বামী বিপ্লব বাড়িতে থাকা কাটারি দিয়ে কুপিয়ে খুন করেন স্ত্রীকে।তবে স্ত্রীকে খুন করে সে স্ত্রীর দেহের পাশেই বসে ছিলো।আর এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতের স্বামীকে গ্রেফতার করে।ধৃতকে শনিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আর শনিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের কাছে এই খুনের কথা স্বীকার করেছেন অভিযুক্ত স্বামী।আর এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct