অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: পথ চলতি টোটো গুলির ডান দিক দিয়েই চলছে যাত্রী ওঠানামা। সরকারি নির্দেশিকা না মেনে ডান দিক দিয়েই যাত্রী ওঠা নামার করার দৃশ্য সামনে আসছে। কিছু কিছু ক্ষেত্রে টোটো গুলির ডানদিকে লোহার রড দিয়ে যাত্রী ওঠানামা বন্ধ করা হলেও, বেশিরভাগ ক্ষেত্রেই ডান দিকটি খোলা রেখেই চলছে টোটো গুলি। স্বভাবতই এই দৃশ্য সামনে আসতেই এদিন অভিযানে নামে পুলিশ। যদিও প্রাথমিকভাবে এদিন টোটো চালকদের শুধুমাত্র সচেতন করা হয়েছে। কাউকে জরিমানা করা হয়নি।জানা গিয়েছে, পথ দুর্ঘটনা কমাতে ও যাত্রী সুরক্ষার জন্য শনিবার বালুরঘাট শহরের হিলি মোড় ও ট্যাংক মোড় এলাকায় চলে এই বিশেষ অভিযান। বালুরঘাট সদর ট্রাফিক পুলিশের তরফে চলা এদিনের এই অভিযানের মধ্যে দিয়ে মূলত টোটো চালকদের সচেতন করা হয়। এরপরেও টোটো চালকরা আইন অমান্য করলে কড়া পদক্ষেপ নেয়া হবে বলেই জানা গিয়েছে।এ বিষয়ে এক টোটো চালক জানান, পুলিশের তরফে টোটোর ডান দিকে লোহার রড লাগানোর কথা বলা হয়েছে। আমরা দ্রুত রড লাগিয়ে নেব। উল্লেখ্য, পথচলতি টোটো গুলির ডানদিকে লোহার রড লাগানোর নির্দেশ দেয়া হয়েছে পরিবহন দপ্তরের তরফে।যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই নির্দেশিকা জারি করা হলেও এখনো অনেক টোটো চালক সেই নির্দেশিকা মেনে চলছেন না বলেই অভিযোগ। ফলে স্বভাবতই এ বিষয়ে টোটো চালকদের সচেতন করতে এদিন অভিযানে নামে বালুরঘাট সদর ট্রাফিক পুলিশ।এ বিষয়ে বালুরঘাট সদর ট্রাফিক পুলিশের আইসি অরুণ তামাং বলেন, ‘বেশ কিছুদিন আগে প্রশাসনের তরফে এই বিষয়ে মিটিং করা হয়েছিল। টোটোর ডান দিকে দিয়ে যাতে যাত্রী উঠানামা না করে, সেই বিষয়ে টোটো চালকদের বলা হয়েছিল। কিছু কিছু টোটো চালক সেই নির্দেশিকা মেনে চলছেন। অনেকেই সেটা মেনে চলছেন না। তাই আজ সকলকে আমরা সচেতন করছি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct