আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: রক্ত সংকটময় মুহূর্তে রক্তদান শিবিরে এগিয়ে এলেন ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন স্বাস্থ্যকর্মী ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স কর্মীরা। মোট ৩৩ জন রক্তদাতা রক্ত দান করেন। একদিকে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা অন্যদিকে দুই মাস ধরে চলা নির্বাচনী প্রক্রিয়ার জন্যই রক্তদান শিবির আয়োজন করতে খুবই কষ্ট হচ্ছিল। ফলে বীরভূম জেলা জুড়ে এক চরম রক্ত সংকট দেখা দিয়েছিল বিভিন্ন থ্যালাসেমিয়া পেশেন্ট ক্যান্সার পেসেন্ট এবং প্রসূতি মায়েদের রক্ত যোগান দিতে আমাদের মতো স্বেচ্ছাসেবীরা হিমসিম খচ্ছিল। নজির সৃষ্টি করলেন প্রশিক্ষণরত নার্স ও স্বাস্থ্যকর্মীগন। স্বাস্থ্য আধিকারিক সি এম ও এইচ (ডাঃ মন্ডল )বীরভূম জেলায় রক্তদান শিবির বাড়াতে সব ধরনের সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন বলে জানান।যেভাবেই হোক বেশি বেশি রক্তদান শিবির বাড়াতেই হবে।যেকোনো ক্লাব, সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা এবং জন্মদিনের উপলক্ষে বিবাহ উপলক্ষে যে কোন বিষয়েই হোক না কেন যেকোনো জায়গায় রক্তদান শিবির করতে চাইলে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানা যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct