নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: সম্প্রতি কলকাতা উচ্চ আদালত এ রাজ্যের ২০১০ সালের পর থেকে ওবিসি রাজ্য তালিকায় স্থান পাওয়া গোষ্ঠী সমূহের সমস্ত সার্টিফিকেট বাতিল করেছে। বাতিল হওয়া সার্টিফিকেটের সংখ্যা পাঁচ লক্ষাধিক। রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে আপিল করবে বলে জানিয়েছে। এই বিষয়ে আজ কলকাতায় পশ্চিমবঙ্গ ওবিসি মঞ্চ এক সভা শেষে সিদ্ধান্ত গ্রহণ করে তারা শীর্ষ আদালতে রাজ্য সরকারের পার্টি হবে। ইতিমধ্যেই এই বিষয়ে প্রস্তুতি শুরু করেছে। সভায় রায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয় আদালত রায় দানের সময় বেশ কিছু বিষয় এড়িয়ে গেছেন। যেমন রাজ্য সরকারের ২০১২ সালের আইন, ১৯৯২ সালের ইন্দ্র সাহানী মামলায় শীর্ষ আদালতের রায়, সংবিধানের ১৪(৪) এবং ১৫(৪) ধারা। সংবিধানের প্রস্তাবনায় যে সামাজিক ন্যায় এর কথা বলা হয়েছে তার বাস্তবায়নের অন্যতম বিধান সংরক্ষণ। এ ক্ষেত্রে সামান্য পদ্ধতিগত ত্রুটির কারণে সামাজিক ন্যায় থেকে বঞ্চিত করা হয়েছে। সভা থেকে দাবি করা হয়েছে বাতিল হওয়া সার্টিফিকেট ফিরিয়ে দিতে হবে। রাজ্যে ওবিসি সংরক্ষণ বৃদ্ধি করতে হবে। সমস্ত ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ নিয়ম মেনে নিয়োগ করতে হবে। কোন অজুহাতে ওবিসি সংরক্ষণ পদ অপূর্ণ রাখা বন্ধ করতে হবে। ওবিসি সংরক্ষিত আসনে অন্যদের নিয়োগ বন্ধ করতে হবে। সভায় সভাপতিত্ব করেন রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক নির্মল পাল, সহ সম্পাদক গামা প্রজাপতি এবং প্রচার সম্পাদক বিশ্বজিৎ পাল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct