আপনজন ডেস্ক: লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর প্রথম বৈঠকে শনিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটি (সিডব্লিউসি) সর্বসম্মতিক্রমে রাহুল গান্ধিকে অষ্টাদশ লোকসভার বিরোধী দলনেতা হিসাবে দায়িত্ব নেওয়ার অনুরোধ জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, লোকসভায় রাহুল গান্ধিকে বিরোধী নেতা করার প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়েছে।রাহুল দলের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থার মনোভাব শুনেছেন এবং আগামী দুই থেকে চার দিনের মধ্যে এই ভূমিকা গ্রহণ করবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তিনি আরও বলেন, এ নিয়ে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের অন্য শরিকদের সঙ্গে আলোচনা হবে।রাহুল সম্মতি দিলে এক দশক পর ভারত লোকসভায় বিরোধীদলীয় নেতা পাওয়ার জোর সম্ভাবনা।রাহুলকে বিরোধীদলীয় নেতা হিসেবে মনোনয়ন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসেছিলেন কংগ্রেসের শীর্ষ নেতারা। বৈঠক শেষে বেণুগোপাল বলেন, প্রচারের সময় আমরা সামাজিক ও রাজনৈতিক ন্যায়বিচারের বিষয়গুলি অত্যন্ত জোরের সাথে উত্থাপন করেছি। সংসদের অভ্যন্তরেও তা আরও বৃহত্তর পরিসরে চালিয়ে যেতে হবে। রাহুল গান্ধী উত্তম, শক্তিশালী ও সতর্ক বিরোধী দলের জন্য সবচেয়ে ভালো ব্যক্তি বলে উল্লেখ করেন।দিল্লির দ্য অশোক হোটেলে রাত সাড়ে ১১টা নাগাদ শুরু হওয়া এই ওয়ার্কিং কমিটির বৈঠক হয়। কংগ্রেস সংসদীয় দল সন্ধ্যায় তাদের পরিষদীয় দলের চেয়ারপার্সন বেছে নিতে বৈঠকে বসবে, বর্তমানে সোনিয়া গান্ধীর হাতে থাকা এই পদটি।সপ্তদশ লোকসভায় কংগ্রেসের প্রয়োজনীয় ১০ শতাংশ সাংসদ না থাকায় ২০১৪ এবং ২০১৯ সালে যথাক্রমে ৪৪ এবং ৫২টি আসন জিতে কংগ্রেস এলওপি পদের দাবি করার যোগ্য ছিল না।এবার কংগ্রেসের ৯৯ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার মহারাষ্ট্রের সাঙ্গলির নির্দল সাংসদ বিশাল পাতিল কংগ্রেসকে নিঃশর্ত সমর্থন জানান। কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে বলা হয় লোকসভার ফলাফল দলকে পুনরুজ্জীবিত করার পথে নিয়ে গেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct