আপনজন ডেস্ক: ১৪৪৫ হিজরির পবিত্র জিলহজ মাস তথা হজ ও ঈদের অর্ধ চন্দ্রের ছবি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি)। শুক্রবার (৭ জুন) গ্রিনিচ সময় অনুযায়ী সকাল ৬টায় আমিরাতের আবুধাবির জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণাগার থেকে চাঁদটির ছবিটি তোলা হয়েছে। চাঁদটি সূর্য থেকে প্রায় ১১ ডিগ্রি দূরে ছিল। উল্লেখযোগ্য যে, পৃষ্ঠতলে চাঁদটির স্থায়ীত্ব ছিল ১৫ দশমিক ৭ ঘণ্টা। খবর গালফ নিউজের। এদিকে, গতকাল বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে জানায় দেশটির সুপ্রিম কোর্ট। গতকাল সৌদির পাশাপাশি মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে চাঁদ ওঠার মাধ্যমে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে জিলহজ মাস। ফলে ওইসব দেশে ১৬ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে ঈদুল আজহার পাশাপাশি হজের দিনও নির্ধারিত হয়ে থাকে। গতকাল সৌদি আরবে যেহেতু চাঁদ দেখা গেছে তাই এবার হজ হবে ১৫ জুন শনিবার। এদিন হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাই ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। হজ শেষে পরের দিন ১৬ জুন রোববার সৌদিতে উদযাপিত হবে ঈদুল আজহা। এদিকে এ বছর রেকড সংখ্যক মানুষ হজ করবেন বলে আশা করছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। তবে এবার কেউ যেন অনুমতি ছাড়া হজ করতে না পারেন সেজন্য কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটি। সৌদি ঘোষণা দিয়েছে, যদি কোনো প্রবাসী অনুমতি ছাড়া হজ করেন তাহলে তাকে কারাদণ্ড দেওয়া ছাড়াও নিজ দেশে ফেরত পাঠানোর মতো কঠোরতা দেখানো হবে।উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে এবার সৌদির সাধারণ মানুষ চারদিন সরকারি ছুটি পেয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct