মোহাম্মাদ সানাউল্লা, লোহাপুর, আপনজন: উচ্চ মাধ্যমিকে রাজ্যে পঞ্চদশ স্থানাদিকারী মুস্তাফিজুর রহমানের সাফল্য এবার ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায়। নলহাটির ভগলদিঘী গ্রামের মুস্তাফিজুর রহমান নিট ২০২৪ সর্ব ভারতীয় প্রবেশিকা পরীক্ষায় ৭২০র’ মধ্যে ৬৮০ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে। তার অল ইন্ডিয়া রাঙ্ক ৮৬৭৩ এবং ৩৯২১ তার ক্যাটাগরি রাঙ্ক। এখন শুধু কাউন্সিলিংয়ের অপেক্ষায় দিন গুনছে মুস্তাফিজুর রহমান। বাবা মেরসাদ আলী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মা রেবেকা সুলতানা গৃহ বধূ। ছোট থেকেই মুস্তাফিজুরের স্বপ্ন চিকিৎসক হওয়ার। সেই স্বপ্নকে সম্বল করে মনের মধ্যে জেদ নিয়ে শুরু হয় তার কঠোর অধ্যাবসায়। যার ফলে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে ৪৮২ নাম্বার পেয়ে রাজ্যে পঞ্চদশ স্থানে নাম রেখে দৃষ্টান্ত স্থাপন করে। আল আমিন মিশন খলতপুর মেন ক্যাম্পাসে তার পড়াশোনা। সেখান থেকেই সর্ব ভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার জন্য শুরু হয় তার প্রস্তুতি। প্রথমবারেই নিট প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চিকিৎসক হতে চলেছে মুস্তাফিজুর রহমান। তার বক্তব্য, যে পেশায় মানুষের জীবনকে বাঁচানো যায়। তাই মানুষের সেবা ছাড়া তাকে অন্য পেশা কোন ভাবেই প্রভাবিত করতে পারেনি। তাই মানুষের সেবা করে মানুষের পাশেই থাকতে চায় বলে সে জানিয়েছে। তার সাফল্যে শুক্রবার বিকেলে তাকে শুভেচ্ছা জানাতে আসেন নলহাটি ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি বরুণ ভট্টাচার্য সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। একই ভাবে এদিন তার চিকিৎসা জীবনের সাফল্য কামনা করে সংবর্ধনা করেন জামাতে ইসলামী হিন্দের বীরভূম সাংগঠনিক জেলা নেতৃত্বরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct