নকীব উদ্দিন গাজী, মথুরাপুর, আপনজন: লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরই এলাকায় এলাকায় বিরোধি শিবির থেকে শাসকদলে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রও তার ব্যতিক্রম নয়। শুক্রবার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের চার বিরোধি সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন। সিপিএম ও বিজেপি থেকে ওই চার সদস্যের তৃণমূলে যোগ দেওয়ায় বিজেপি-সিপিএম-নির্দল পরিচালিত পঞ্চায়েতে অনাস্থা আনতে চলেছে শাসকদল। আর তা নিয়েই এখন সরগরম ওই এলাকা। গত পঞ্চায়েত ভোটের পর থেকেই মথুরাপুর এর কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত ছিল রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে। পঞ্চায়েত ভোটে এই গ্রাম পঞ্চায়েতের মোট ১৫ টি আসনের বিজেপি দখল করেছিল ৬ টি আসন, তৃণমূল পায় ৪ টি, সিপিএম তিনটিতে ও নির্দল প্রার্থীরা দু’টি আসনে জয়লাভ করে। এরপরই বোর্ডগঠন নিয়ে চলে শাসক ও বিরোধি শিবিরের চাপানউতোর। বিরোধিদের অভিযোগ ছিল তৃণমূল ভয় দেখিয়ে জয়ী বিরোধি প্রার্থীদের বোর্ড গঠনে তৃণমূলকে সমর্থন জানানোর জন্য চাপ দিচ্ছে। এমনকি জয়ী বিরোধি প্রার্থীদের আত্মগোপনও করে থাকতে হয় বলে অভিযোগ উঠেছিল। অনেকেরই আবার অভিযোগ ছিল ওই চার বিরোধি সদস্যকে তৃণমূল অপহরণ করে আটক করে রাখে। তা নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে পড়ে গিয়েছিল যথেষ্ট শোরগোল। এবার লোকসভা ভোটের ফলাফল প্রকাশ হতেই দেখা যায় কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রার্থী বাপি হালদার প্রায় ১১০০ ভোটে লিড পেয়েছেন। লোকসভা ভোটে জয়ী তৃণমূল প্রার্থীর হাত থেকে শুক্রবার ঘাসফুলের পতাকা নিজেদের হাতে তুলে নিলেন ওই পঞ্চায়েতের চার বিরোধী সদস্য। এই চারজনের মধ্যে তিনজনকেই পঞ্চায়েতে বোর্ড গঠনের সময় আটক করে রাখার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। যে চার বিরোধি সদস্য এদিন তৃণমূলে যোগ দিলেন তাঁরা বিজেপি ও সিপিএম থেকে আসা পারমিতা প্রামাণিক, পূজা ছাঁটুই এবং জোবেদা শেখ ও নারায়ণ হালদার। তৃণমূলে যোগ দেওয়া বিরোধি পঞ্চায়েত সদস্যরা এদিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে এবং এলাকার উন্নয়নের স্বার্থে শাসকদলে তাঁদের এই যোগদানের সিদ্ধান্ত। এব্যাপারে তাঁদের উপর কোনও চাপ ছিল না। সম্পূর্ণ স্বেচ্ছায় তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। নতুন মুখ হিসেবে এবারই প্রথম সংসদে যাওয়া তৃণমূল প্রার্থী বাপি হালদার বলেন, পঞ্চায়েতে বোর্ড গঠনের সময় তৃণমূলের বিরুদ্ধে যে মিথ্যে অপপ্রচার চালানো হয়েছিল এদিন ওই চার বিরোধি সদস্যের শাসকদলে যোগদানে তা আরও একবার স্পষ্ট হল। পঞ্চায়েত ভোটের পরপরই বিজেপি ও সিপিএমের টিকিটে জেতা দুই প্রার্থী তৃণমূলে যোগ দিয়েছিলেন। এবার আরও চার বিরোধি সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় এখন কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনে শক্তিশালী হল তৃণমূল কংগ্রেস। দলে যোগ দেওয়া চার বিরোধি সদস্যকে স্বাগত জানিয়ে মথুরাপুরের জয়ী তৃণমূল প্রার্থী জানান, শীঘ্রই তৃণমূল কংগ্রেস বর্তমানের জোট পরিচালিত ওই পঞ্চায়েতের বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে। এদিকে এই ঘটনায় ওই এলাকার রাজনৈতিক পরিস্থিতি হয়ে উঠেছে সরগরম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct