আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: বোলপুরের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি থাকা দুই রোগীর চিকিৎসার প্রয়োজনে তৎক্ষণাৎ পাঁচ ইউনিট O+ রক্তের প্রয়োজন হয়ে পড়ে। মেডিকেল কলেজের ব্রড সেন্টারে প্রয়োজনীয় সংখ্যায় রক্ত না থাকার খবর জানতে পেরেই ছুটে এসে প্রয়োজনীয় রক্তদান করে এমবিবিএস কোর্সে পাঠরত চার পড়ুয়া - অরিত্র মুখার্জী, সহেলী সুলতানা, শিবম কুমার ও অন্বয় রায়। শান্তিনিকেতন মেডিকেল কলেজের ব্রাড সেন্টারের ডিরেক্টর প্রফেসর ডাঃ তপন কুমার ঘোষের তত্ত্বাবধানে তাদের রক্ত গ্রহণ করা হয়।এই ঘটনা প্রথম নয়, এর আগেও অনেকবারই এমবিবিএস-এর ছাত্রছাত্রীরা এগিয়ে এসে প্রয়োজনীয় রক্ত দিয়ে রোগীর প্রাণ বাঁচিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct