সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং, আপনজন: অষ্টাদশ তম লোকসভা নির্বাচন পর্ব নির্বিঘ্নে মিটেছে। আগামী বিধানসভা নির্বাচন কে পাখির চোখ রেখে লোকসভার ফলাফল নিয়ে শাসকদলের অন্দরে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রতিমা মন্ডল ৪৭০২১৯ ভোটে জয়লাভ করে হ্যাট্রিক করেছেন।জয়নগর লোকসভা কেন্দ্রের গোসাবা(১২৭) বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুব্রত মন্ডল লিড দিয়েছেন ২৬৮৫২, বাসন্তী(১২৮) বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল লিড দিয়েছেন ৭৮০০১, কুলতলি(১২৯) বিধানসভা কেন্দ্রের বিধায়ক গণেশ মন্ডল লিড দিয়েছেন ৩৮৪০৭, জয়নগর (১৩৬) বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ দাস লিড দিয়েছেন ৪২২৯০, ক্যানিং পশ্চিম(১৩৮) বিধানসভার বিধায়ক পরেশরাম দাস লিড দিয়েছেন ৬৯৮৬২, ক্যানিং পূর্ব(১৩৯) বিধানসভার বিধায়ক শওকত মোল্লা লিড দিয়েছেন ১৬৬২২৪, মগরাহাট পূর্ব(১৪১) বিধায়িকা নমিতা সাহা লিড দিয়েছেন ৪৬৮৭১।নির্বাচনের প্রাক মুহূর্তে শওকত ছিলেন নজরবন্দি। বিধানসভা এলাকার বাইরে বের হতে পারবেন না। জারী হয়েছিল নিষেধাঞ্জা। এমত অবস্থায় জয়নগর লোকসভা কেন্দ্রে প্রতিমা মন্ডলের জয়ের ব্যাপারে তিনিই হয়ে ওঠেন ত্রাতা।সর্ব্বোচ্চ ১৬৬২২৪ ভোট লিড দিয়েছেন। যা অন্য কোন বিধানসভার থেকে ব্যাপক মার্জিন।অন্যদিকে সব মিলিয়ে জয়নগর লোকসভা কেন্দ্রের ৭ বিধানসভা কেন্দ্র থেকে ব্যাপক পরিমাণে লিড পেয়েছেন প্রতিমা মন্ডল। শওকত জানিয়েছেন, ‘লক্ষ্মীর ভান্ডারের জন্য মায়েরা দুহাত তুলে মা-মাটি-মানুষ কে আশীর্বাদ করেছেন। যারজন্য ভালো ফলাফল হয়েছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct