আপনজন ডেস্ক: অব্যবস্থাপনা নিয়ে নিজেদের ক্ষোভের কথা আগেই জানিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। তারা এ নিয়ে আইসিসির কাছে লিখিত অভিযোগও করেছে। এবার বিষয়টি নিয়ে শ্রীলঙ্কার সংসদেও হয়েছে আলোচনা। দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হেরে যাওয়ার পর শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ও স্পিনার মহীশ তিকশানা সংবাদমাধ্যমে দাবি করেছিলেন, অন্যায্য সূচি ও লজিস্টিক্যাল অব্যবস্থাপনার শিকার হয়েছেন তাঁরা। দলটির ম্যানেজার মাহিন্দ হালানগোদা বলেছেন, আইসিসির কাছে এ নিয়ে লিখিতভাবে অভিযোগ করেছে শ্রীলঙ্কা দল।বিষয়টি নিয়ে আজ শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্ডো শ্রীলঙ্কার সংসদে বলেছেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট আইসিসির কাছে অভিযোগ করেছে। একেক দেশের সুযোগ-সুবিধা একেক রকম। টুর্নামেন্টের আয়োজকদের কাছ থেকে আমরা এর ব্যাখ্যা চেয়েছি।’
শ্রীলঙ্কার বিরোধীদলীয় নেতা সাজিত প্রেমাদাসা সংসদে এই প্রসঙ্গে বলেছেন, ‘আমাদের অবস্থান এই অন্যায়ের বিপক্ষে, এটা হতে দেওয়া উচিত নয়।’ শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী ক্রিকেট দলের দেখভালের জন্য একজন কর্মকর্তাকে এরই মধ্যে নাকি যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন।শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও শ্রীলঙ্কার বিশ্বকাপ দলের সদস্য অ্যাঞ্জেলো ম্যাথুস শ্রীলঙ্কার একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘অনুশীলন সুবিধা তেমন ভালো নয়। উইকেট ভালো নয়। গত ৪-৫ দিন অনেক চ্যালেঞ্জিং কেটেছে। ফ্লাইট দেরি হওয়ায় অনুশীলন বাতিল করতে হয়েছে। আমরা এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাইছি না। আমরা একটা দল, যারা এমন বাধা জয় করেও জিতেছে। আমরা এসব পেছনে ফেলে পরের ম্যাচে ভালো করতে চাই।’শ্রীলঙ্কা দলের অভিযোগ মূলত ভেন্যু থেকে তাদের টিম হোটেলের দূরত্ব নিয়ে। শ্রীলঙ্কাকে নিউইয়র্কে উঠতে হয়েছিল মাঠ থেকে দেড় ঘণ্টার দূরত্বের এক হোটেলে। তাদের প্রথম ম্যাচটি সকালে হওয়ায় ব্রুকলিনের সেই হোটেল থেকে মাঠে যেতে ও মাঠ থেকে ফিরতে ভালোই ঝামেলা পোহাতে হয়েছে বলে দাবি করেছিল শ্রীলঙ্কা দল।এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে ২০ দলের মধ্যে মাত্র দুটি দল চারটি ম্যাচ খেলবে চার ভেন্যুতে। সেই দুই দলের একটি শ্রীলঙ্কা, অন্যটি নেদারল্যান্ডস। এ দুই দলই আছে গ্রুপ ‘ডি’তে, যে গ্রুপে অন্য তিনটি দল বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও নেপাল। শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে যেখানে চার ভেন্যুতে খেলতে হচ্ছে চার ম্যাচ, সেখানে ভারত ও দক্ষিণ আফ্রিকা নিউইয়র্কেই খেলবে তিনটি করে ম্যাচ। ওই দুই দল স্টেডিয়ামের কাছেই হোটেল পেয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct