মনিরুজ্জামান, বারাসত, আপনজন: পেশায় মাছ ব্যবসায়ী এক তৃণমূল কর্মীর উপর হামলার ঘটনা এবার হাওড়ার বেলুড়ে। এই হামলার ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে উঠলো অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এই ঘটনায় কোনও রাজনীতি যুক্ত নেই বলেও দাবি উঠেছে। ঘটনাটি ঘটে বেলুড়ের রাজেন শেঠ লেনে। ওই এলাকারই এক মাছ ব্যবসায়ী তৃণমূল কর্মী ইন্দ্রজিৎ চ্যাটার্জী দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বলে অভিযোগ। শুক্রবার সকালে ওই ঘটনা ঘটে। লোকসভা ভোটের ফল ঘোষণার আগে থেকে ইন্দ্রজিৎকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। আরও অভিযোগ, তাঁর মাছের ব্যবসা বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয়। আতঙ্কে গত কয়েক দিন ইন্দ্রজিৎ মাছের দোকান বসাতে পারেননি। শুক্রবার সকালে মাছ বিক্রি করতে বসতেই ইন্দ্রজিতের উপর আক্রমণ চালায় দুষ্কৃতীরা। এদিকে, ঘটনার পর এলাকায় গেলেও অভিযুক্তদের খোঁজ মেলেনি। তবে মূল অভিযুক্তের স্ত্রী জানান, ওই তৃণমূল কর্মী বেশ কিছুদিন যাবৎ তাঁর স্বামীকে ফোন করে অশ্রাব্য গালাগালি করছিলেন। এমনকি তাঁর শিশু কন্যার নামেও নানা কুকথা বলেছিলেন। এদিন এর কারণ জিজ্ঞাসা করতে গেলে ফের উল্টে গালাগালাজ করেন তৃণমূল কর্মী ইন্দ্রজিৎ। আর তখনই বচসা বাধে। গণ্ডগোল বেধে হয়। প্রসঙ্গত, এলাকায় টহল দিচ্ছে পুলিশ। অভিযুক্তরা পলাতক। এই ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় বেলুড় থানার পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স এদিন ঘটনাস্থলে আসে। সাময়িকভাবে অবস্থা সামাল দেওয়া গেলেও এখনও এলাকা থমথমে রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct