আপনজন ডেস্ক: লক্ষ্যটা নাগালে রেখেছিলেন বোলাররা। রান তাড়ায় চাপের মুখে দারুণ এক জুটি উপহার দিলেন রিচি বেরিংটন ও মাইকেল লিস্ক। আর এতেই চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল স্কটল্যান্ড। বারবাডোজে গতকাল ‘বি’ গ্রুপের ম্যাচে নামিবিয়ার বিপক্ষে স্কটল্যান্ডের জয় ৫ উইকেটে। ১৫৬ রানের লক্ষ্য ৯ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে তারা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নামিবিয়ার বিপক্ষে চারবারের দেখায় প্রথম জয়ের দেখা পেল স্কটিশরা। আগের তিনবারই তারা হেরেছিল। এই জয়ে ব্যাট হাতে বড় অবদান রাখেন বেরিংটন। ৩৫ বলে ২টি করে চার ও ছক্কায় ৪৭ রানের ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন তিনি। অধিনায়কের সঙ্গে পঞ্চম উইকেটে ৪৮ বলে ৭২ রানের জুটি গড়েন লিস্ক। ১৭ বলে ৪টি ছক্কায় তার ব্যাট থেকে আসে ৩৫ রান। এছাড়া বল হাতে একটি উইকেট নিয়ে ম্যাচের সেরা তিনি। আসরে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল স্কটল্যান্ডকে। নামিবিয়া তাদের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে সুপার ওভারে জিতেছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct