মোহাম্মদ জাকারিয়া, করণদিঘী, আপনজন: উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের রসাখোয়া ১ অঞ্চলের বৌরগাচ্ছি গ্রামের একরামুল হক কৃষক দরিদ্র পরিবারের মেয়ে মোহসিনা খাতুন সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায নিট-২০২৪-এ নজর কাড়া সাফল্য অর্জন করেছেন। তিনি ৭২০ এর মধ্যে ৭০৫ নম্বর পেয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। মোহসিনার এই সাফল্য তার কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফল। তার পরিবার আর্থিকভাবে অসচ্ছল হলেও, পড়াশোনার প্রতি তার অদম্য ইচ্ছাশক্তি তাকে এই সাফল্য এনে দিয়েছে। তার বাবা-মা তাকে সবসময় উৎসাহিত করেছেন এবং তার পড়াশোনার জন্য সাধ্যমতো সবকিছু করেছেন। মোহসিনা জানান, “আমার এই সাফল্য আমার বাবা-মা এবং শিক্ষকদের জন্য। তাদের অব্যাহত সমর্থন ও প্রেরণার জন্য আমি কৃতজ্ঞ।”গ্রামের মানুষজনও মোহসিনার এই সাফল্যে অত্যন্ত খুশি এবং তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা মনে করেন, মোহসিনা জেলার গর্ব এবং তার সাফল্য অন্য ছাত্র-ছাত্রীদেরও অনুপ্রাণিত করবে। মোহসিনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘আমি একজন ভালো ডাক্তার হয়ে গরিব মানুষের সেবা করতে চাই। তাদের জন্য কিছু করতে পারলে আমার এই সাফল্য সার্থক হবে।’ মোহসিনার এই সাফল্য দেখিয়ে দেয় যে কঠোর পরিশ্রম, ইচ্ছাশক্তি, এবং সঠিক দিকনির্দেশনা থাকলে কোনো প্রতিবন্ধকতা সাফল্যের পথে বাধা হতে পারে না।উল্লেখ্য, মোহসিনা গ্রামের একটি সরকারি স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছেন। স্কুলের শিক্ষকরাও তার এই সাফল্যে গর্বিত এবং তার প্রশংসা করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct