জিয়াউল হক, চুঁচুড়া, আপনজন: লজ্জা এই শহরের সব থেকে বড় লজ্জা, যেখানে শহরের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলি বাচ্চাদেরকে শিক্ষা প্রদান করে পরিবেশ রক্ষা করার, সেখানে হুগলি জেলার চুঁচুড়া বিধানসভার এক শিক্ষা প্রতিষ্ঠান পরিবেশ নষ্ট করার মত কাজ করে দেখালেন। ৫ই জুন সাধারণত সারা বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। শিক্ষকরা শিক্ষার্থীদের শেখায় গাছ লাগাও প্রাণ বাঁচাও। কিন্তু চুঁচুড়া বিধানসভার অন্তর্গত ডানলপ ইংলিশ মিডিয়াম স্কুল একেবারে ঠিক তার উল্টো কাজটাই করে বসলেন বলে অভিযোগ। বিশ্ব পরিবেশ দিবসের দিন সকাল সকাল কেটে ফেললেন স্কুল পরিসরে থাকা একটি বড় গাছ। যদি ওই স্কুল কমিটির সেক্রেটারি মদন লাল রাউত জানান গাছটি শুকিয়ে গিয়েছিল তাই গাছটিকে কেটে ফেলা হয়েছে, কিন্তু ওই স্কুলের ওই কমিটিরই প্রেসিডেন্ট বিপ্লব সরকার জানান স্কুলের কাউকে জানানো হয়নি। সেক্রেটারি সকাল সকাল এসে নিজের মন মতো গাছটিকে কাটিয়ে ফেলেছেন। ইতিমধ্যেই সেক্রেটারিকে এই কাজের জন্য স্কুলের তরফ থেকে শোকজ করা হয়েছে্ যদিও এ বিষয়ে প্রেসিডেন্ট বিপ্লব সরকার জানান মদন লাল রাউত এই ইস্কুলের অভিভাবকদের মধ্যে কেউ নন, তবুও জোর করে সেক্রেটারি পদে বসে আছেন নিশ্চয়ই এর মধ্যে তার কোনোরকম স্বার্থ আছে। আমরা অবশ্যই এই বিষয়ে নজর দেব, এবং আগামী দিনে যাতে এই ধরনের অনৈতিক কাজ স্কুলের মধ্যে না হয় সেদিকে আমরা খেয়াল রাখব। কিন্তু বিপ্লববাবুর প্রশ্ন যেখানে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে ছাত্র-ছাত্রীদের শেখানো হচ্ছে পৃথিবীকে বাঁচাতে হলে গাছ বাঁচাতে হবে সেখানে একজন স্কুলের সেক্রেটারি কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই গাছ কাটতে পারেন। এদের উপর কি কোন রকম আইনি ব্যবস্থা হতে পারে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct