আপনজন ডেস্ক: কংগ্রেস সিপিএম জোট এবারে নির্বাচনে বিধানসভার জোট সঙ্গী আইএএসএফকে সঙ্গে নেয়নি। ফলে লোকসভা নির্বাচনে একাই লড়ছে আইএসএফ।তবে, লোকসভা নির্বাচনে প্রথম বার নির্বাচনে নেমে রাজ্যের চারটি লোকসভা আসনে কংগ্রেস সিপিএম জোটকে পিছনে ফেলে আইএসএফ তৃতীয় স্থান দখল করে নিয়েছে সেই চারটি আসন হল বসিরহাট, বারাসত, জয়নগর ও মথুরাপুর লোকসভা কেন্দ্র। আর এবারে লোকসভা নির্বাচনে বিধানসভার নিরিখে রাজ্যে ১৭টি আসনে আইএসএফ বাম কংগ্রেস জোটকে পিছনে ফেলে তৃতীয় স্থানে রয়েছে। গত বিধানসভা নির্বাচনে ভাঙড় বিধানসভা কেন্দ্রে আইএসএফ জয়ী হলেও লোকসভা ভোটের নিরিখে ভাঙড় বিধানসভা আসনটি ধরে রাখতে পারছে না আইএসএফ। ভাঙড়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ শীর্ষে রয়েছেন।তবে, এবারের লোকসভা নির্বাচনে একাদ বাম দুর্গ বলে পরিচিত এলাকায় থাবা বসিয়েছে আইএসএফ। ফলে, ১৭টি বিধানসভা আসনে আইএসএফ পিছনে ফেলে দিয়েছে বামেদের। সন্দেশখালিতে সিপিএমে প্রার্থী করেছিল প্রাক্তন বিধায়ক নিরাপদ সরদারকে। কিন্তু আইএসএফ প্রার্থী আখতার রহমান বিশ্বাস যেখানে ৭৫৬৬ ভোট পেয়েছেন সেখানে সিপিএমের নিরাপদ সরদার পেয়েছেন মাত্র ৩৮২৫। বিসিরহাট লোকসভা কেন্দ্রে মধ্যে মিনাখাঁ বিধানসভায় আইএসএফ ২৫২০৪ পেলেও সিপিএম পেয়েছে ৫৬২৫। অনুরূপভাবে বাদুড়িয়ায় আইএসএফ ২০২৮১, সিপিএম ১৮৭৯৮ ভোট পেয়েছে। বারাসত লোকসভা কেন্দ্রে দেগঙ্গা বিধানসভা আসনে দ্বিতীয় স্থানে আছে আইএসএফ। তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার যেখানে ১১০৬২৭ ভোট পেয়েছেন সেখানে আইএসএফের তাপস ব্যানার্জি ৫০২৪৯ পেয়ে দ্বিতীয় স্থানে। তৃতীয় বিজেপিও চতুর্থ ফরওয়ার্ড ব্লক। জয়নগর লোকসভা কেন্দ্রের গোসাবা, বাসন্তী, কুলতলি, জয়নগর (তফ.), ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব কেন্দ্রে আরএসপিকে পিছনে ফেলে তৃতীয় স্থানে আইএসএফ প্রার্থী মেঘনাথ সাহা। মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপ, কুলপি, রাযদিঘি, মন্দিরবাজার ও মগরাহাট পশ্চিমে আইএসএফ প্রার্থী অজয় কুমার দাস সিপিএমের শরৎচন্দ্র হালদারকে পিছনে ফেলে তৃতীয় স্থানে। এছাড়া ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের ডায়মন্ডহারবার বিধানসভা কেন্দ্রেও সিপিএমের প্রতীকুর রহমানকে পিছনে ফেলে তৃতীয় স্থান দখল করেছেন আইএসএফের মজনু লস্কর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct