সুরজীৎ আদক, উলুবেড়িয়া, আপনজন: উলুবেড়িয়া লোকসভার আসনে তৃণমূল কংগ্রেসের জয়ে লিডে প্রথম উদয়নারায়ণপুর কেন্দ্র। ১৯শে লোকসভার নির্বাচনের থেকেও ২৪শে উলুবেড়িয়ার আসনটিতে একটু বেশি ব্যবধানে জিতলেন সুলতান ঘরণী সাজদা আহমেদ।দ্বিতীয় স্থানে বিজেপির অরুণ উদয়পাল চৌধুরী।তবে উলুবেড়িয়ার আসনটিতে বিরোধীরা কার্যত খড়কুঁটোর মতো উড়ে গেল সবুজ ঝড়ে।সাজদা আহমেদ-এর প্রাপ্ত ভোট ৭ লক্ষ ২৪ হাজার ৬২২।জয়ের ব্যবধান ২ লক্ষ ১৮ হাজার ৬৭৩ ভোটে।প্রসঙ্গত লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের প্রার্থীদের জেতানোর জন্য স্থানীয় বিধায়ক,পৌরসভার চেয়ারম্যান,ব্লক সভাপতি,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ,
পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ,অঞ্চল সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েতের প্রধান-উপ-প্রধান এছাড়াও পঞ্চায়েত সদস্যদের দায়িত্ব দিয়েছিলেন।অভিষেকের সেই নির্দেশে পাশ করলেন কারা? কোন কেন্দ্রই বা সুলতান ঘরণী সাজদা-কে জেতাতে ফাস্ট বয় হলেন।নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী উলুবেড়িয়া লোকসভা আসনের উদয়নারায়ণপুর কেন্দ্র থেকে সাজদা-কে ৪৬,৫২৯ ভোটে লিড দিয়েছেন হাওড়া গ্রামীণ জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা উদয়নারায়ণপুর কেন্দ্রের বিধায়ক সমীর কুমার পাঁজা। এক কথাই বলা যেতেই পারে সাজদা-র ভোটে ফাস্ট বয় সমীর।দ্বিতীয় স্থানে অবশ্য আছে বাগনান কেন্দ্র ৩৮,৪৭৩ ভোটের লিড দিয়েছেন হাওড়া গ্রামীণ জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগনান কেন্দ্রের বিধায়ক অরূণাভ সেন।তৃতীয় স্থানে ৩৩,১৬০ ভোটে লিড দিয়েছেন রাজ্যের পূর্ত মন্ত্রী তথা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়।২৯,৯১৩টি ভোটের লিড দিয়ে চতুর্থ শ্যামপুুর।২৭,৪৯৮ ভোটের লিড দিয়ে পাঁচে আমতা।২৪,৪২৬ ভোটের লিড দিয়ে ছয়ে উলুবেড়িয়া পূর্ব। এছাড়াও ১৮,০০৩টি ভোটের লিড দিয়ে সাতে উলুবেড়িয়া উত্তর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct