আপনজন ডেস্ক: গাজা যুদ্ধ ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য বৈশ্বিক চাপকে পুনরুজ্জীবিত করেছে। এরই মধ্যে জাতিসঙ্ঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের ১৪৬টি রাষ্ট্র স্বীকৃতি দিয়ে দিয়েছে।আল জাজিরার খবরে বলা হয়েছে, মঙ্গলবার স্লোভেনিয়া ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দানকারী দেশের তালিকায় সর্বশেষ নাম লিখিয়েছে। এটি এ কথাই প্রমাণ করে যে পশ্চিমা দেশগুলোর দীর্ঘকাল ধরে লালন করা দৃষ্টিভঙ্গি ভেঙেছে। তারা আগে চিন্তা করতো যে ফিলিস্তিনিরা কেবল ইসরাইলের সাথে শান্তি আলোচনার মধ্য দিয়ে রাষ্ট্রীয় স্বধীনতা অর্জন করতে পারে। সূত্রটি আরো জানিয়েছে, স্লোভেনিয়া মূলত স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ের পদক্ষেপ অনুসরণ করেছে। তারা গত গত সপ্তাহে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল। তাদের এ পদক্ষেপে ক্ষুব্ধ হয়েছিল ইসরাইল। কিন্তু সেটার তোয়েক্কা করেনি ইউরোপীয় ওই দেশগুলো।আল জাজিরা জানায়, জাতিসঙ্ঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৬টি এখন পর্যন্ত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। তবে এই তালিকার বেশিরভাগ দেশ মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং এশিয়ার অন্তর্ভুক্ত। এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, পশ্চিম ইউরোপের সংখ্যাগরিষ্ঠ অংশ, অস্ট্রেলিয়া, জাপান বা দক্ষিণ কোরিয়া তাদের স্বীকৃতি দেয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct