অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: মরুকরণ প্রতিরোধ করতে এবং ভূমি পুনরুদ্ধারে, জলবায়ু পরিবর্তনের মোকাবিলায়, নদীর গুরুত্ব বোঝাতে আত্রেয়ী নদীর কল্যাণী ঘাট থেকে নদীর পার ধরে সাইকেল যাত্রা স্বেচ্ছাসেবী সংগঠনের। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সমগ্র পৃথিবীর সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটেও নদীর পার ধরে সাইকেল যাত্রায় অংশ নেয় সংগঠনের সদস্যরা। নদীর কাছো এসো। নদীকে ভালোবাসো। এই বার্তাকে সামনে রেখে বালুরঘাটে আত্রেয়ী নদীর সদরঘাট থেকে পাগলিগঞ্জ অবধি চলে সাইকেল যাত্রা। উল্লেখ্য, গত ৭ ও ৮ মে মধ্যপ্রদেশের খাজুরাহোতে নদী পুনরুজ্জীবন সম্মেলনে ১৫ টি রাজ্যের নদী ও পরিবেশ কর্মী দের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছিল সমগ্র ভারতবর্ষে ৫১ টি নদী যাত্রা হবে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে। যা পরবর্তীতে রাজস্থানের নদী পুনরুজ্জীবন প্রশিক্ষণ শিবিরে নদী যাত্রার রূপরেখা তৈরি হয়। সেই জন্যই দিশারী সংকল্প ও বালুরঘাট সাইকেল কমিউনিটির পক্ষে তুহিন শুভ্র মণ্ডল, অমল বসু, বিজন সরকার, সঙ্গীত কুমার দেব, সনাতন প্রামাণিক, মনোজ গাঙ্গুলি, উত্তম মুন্সি, পিন্টু বিশ্বাসরা আত্রেয়ী নদী যাত্রায় মানুষদেরকে লিফলেট দিয়ে নদী ও পরিবেশ সচেতনতার বার্তা দিলেন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে।
সেখানে ছিল নদীকে ভালোবাসা, নদী রক্ষার বার্তা। ভারত - বাংলাদেশ আত্রেয়ী নদী জলবন্টন চুক্তির দাবীও তুলে ধরা হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জলাভূমি বাঁচানো, জল সঙ্কটের সমাধান, ক্ষতিকর প্লাস্টিক ক্যারিব্যাগ পরিহার, আবর্জনার সঠিক ব্যবস্থাপনার কথাও বলা হয়েছে। এদিন নদীর পার ধরে যাত্রা পথের সমীক্ষায় উঠে আসে নদী পার্শ্বে আবর্জনা, নদী ভাঙন, নদীর চর বৃদ্ধি, মৎস্যজীব দের সঙ্কট, অবাধ বালু উত্তোলনের কথা। শহরের মধ্যে দিয়ে প্রবাহিত আত্রেয়ী নদী, মাহিনগর, পরাণপুর, পাগলিগঞ্জে কাছ থেকে নদী পর্যবেক্ষণ করে পর্যালোচনা করেন নদী ও পরিবেশ কর্মীরা।উদ্যোক্তা দিশারী সংকল্পের সম্পাদক তুহিন শুভ্র মণ্ডল বলেন ‘ বিশ্ব পরিবেশ দিবসের এবারের থিমকে মান্যতা দিয়ে আমরা নদী পুনরুজ্জীবনে জোর দিয়েছি। তাই এই নদী যাত্রা। আমরা আজকের সমীক্ষার ফল তুলে ধরব জেলা প্রশাসন, পৌরসভা ও পঞ্চায়েত গুলোতে। যদিও আমাদের কাছে একদিন নয় বছরের প্রতিটি দিনই পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবসে সমগ্র ভারতবর্ষের ৫১ নদী যাত্রার অন্যতম আত্রেয়ী নদী যাত্রা। আজ সাত কিলোমিটার সাইকেলে আত্রেয়ী নদী যাত্রা করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct